সংক্ষিপ্ত

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী শনিবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে বৃষ্টির জন্য বিঘ্নিত হল ম্যাচ। তবে খুব বেশি সমস্যা হল না।

আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২১৮ রান করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ভালো ব্যাটিং করলেন বিরাট কোহলি, ফাফ ডু প্লেসি, রজত পতিদার ও ক্যামেরন গ্রিন। মহেন্দ্র সিং ধোনিদের ২০০ রানের মধ্যে বেঁধে রাখতে পারলেই প্লে-অফের যোগ্যতা অর্জন করবে আরসিবি। ফলে বোলারদের ভূমিকা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আরসিবি সমর্থকদের আশা, এই ম্যাচ চলাকালীন আর বৃষ্টি হবে না। ঘরের মাঠে লড়াই করে জয় ছিনিয়ে নেওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী আরসিবি শিবির।

মরণ-বাঁচন ম্যাচে আরসিবি-সিএসকে

এই ম্যাচে যে দল হারবে, তারাই প্লে-অফের দৌড় থেকে ছিটকে যাবে। ফলে আরসিবি-র মতোই সিএসকে-র কাছেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ম্যাচ। এদিন শুরু থেকেই জয়ের জন্য মরিয়া আরসিবি। ইনিংসের শুরুটা দারুণভাবে করেন ওপেনার বিরাট ও ডু প্লেসি। ওপেনিং জুটিতে যোগ হয় ৭৮ রান। ২৯ বলে ৪৭ রান করেন বিরাট। তিনি ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ডু প্লেসি ৩৯ বলে ৫৪ রান করেন। তাঁর ইনিংসে ছিল ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। ২৩ বলে ৪১ রান করেন রজত। তিনি ২টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। ১৭ বলে ৩৮ রান করে অপরাজিত থাকেন গ্রিন। তিনি ৩টি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি মারেন। সিএসকে বোলারদের মধ্যে জোড়া উইকেট নেন শার্দুল ঠাকুর। ১ উইকেট করে নেন তুষার দেশপাণ্ডে ও মিচেল স্যান্টনার।

বিরাটের নতুন নজির

আইপিএল-এর ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে আরসিবি-র ঘরের মাঠে ৩,০০০-এর বেশি রান করলেন বিরাট। এদিন আরসিবি-র ইনিংসের তৃতীয় ওভারে তুষারের বলে ৯৮ মিটার লম্বা ওভার-বাউন্ডারি মারেন বিরাট। স্টেডিয়ামের ছাদে পৌঁছে যায় বল। এরপর আরও একটি ওভার-বাউন্ডারি মারেন বিরাট। তিনি আরসিবি সমর্থকদের মাতিয়ে দিলেন।

 

 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

Virat Kohli-MS Dhoni: শেষবার মুখোমুখি হচ্ছেন ধোনির! বিরাটের মন্তব্যে জল্পনা তুঙ্গে

Rohit Sharma: মুম্বই ইন্ডিয়ানসের হয়ে শেষ ম্যাচ? ওয়াংখেড়েতে রোহিত শর্মাকে অভিবাদন সমর্থকদের, ভাইরাল ভিডিও

IPL 2024: মুম্বই ইন্ডিয়ানসকে হারিয়েও প্লে-অফের লড়াই থেকে ছিটকে গেল লখনউ সুপার জায়ান্টস