সংক্ষিপ্ত
নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের নেতৃত্বে এবারের আইপিএল-এর শুরুটা ভালোভাবেই করে গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। কিন্তু হঠাৎই সিএসকে-র ছন্দ নষ্ট হয়ে গিয়েছে।
আইপিএল-এর দক্ষিণ ভারতীয় ডার্বিতে সহজেই চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিল সানরাইজার্স হায়দরাবাদ। পরপর ২ ম্যাচে হেরে চাপে পড়ে গেলেন রুতুরাজ গায়কোয়াড়, মহেন্দ্র সিং ধোনিরা। অন্যদিকে, সিএসকে-র মতো শক্তিশালী দলকে হারিয়ে উজ্জীবিত হয়ে উঠেছে সানরাইজার্স হায়দরাবাদ। শুক্রবার নিজেদের ঘরের মাঠ রাজীব গান্ধী ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে সহজেই ৬ উইকেটে জয় পেল সানরাইজার্স হায়দরাবাদ। এই জয়ে বড় অবদান থাকল অভিষেক শর্মা ও এইডেন মার্করামের। এই ২ ব্যাটার অসাধারণ পারফরম্যান্স দেখালেন। সিএসকে-র হয়ে কিছুটা লড়াই করেন শিবম দুবে, অজিঙ্কা রাহানে ও রবীন্দ্র জাডেজা। তবে তাঁদের পক্ষে দলকে ভালো জায়গায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি।
ব্যাটিং ব্যর্থতার হার সিএসকে-র
শুক্রবার টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন হায়দরাবাদের অধিনায়ক প্যাট কামিন্স। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ১৬৫ রান করে সিএসকে। ২৪ বলে ৪৫ রান করেন শিবম। ৩০ বলে ৩৫ রান করেন রাহানে। ২৩ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন জাডেজা। ২১ বলে ২৬ রান করেন রুতুরাজ। ৯ বলে ১২ রান করেন রাচিন রবীন্দ্র। ১৩ রান করেন ড্যারিল মিচেল। ১ রান করে অপরাজিত থাকেন ধোনি। হায়দরাবাদের ইনিংসের শুরুটা দুর্দান্তভাবে করেন ওপেনার ট্রেভিস হেড (২৪ বলে ৩১) ও অভিষেক (১২ বলে ৩৭)। ৩৬ বলে ৫০ রান করেন মার্করাম। শাহবাজ আহমেদ করেন ১৮ রান। ১০ রান করে অপরাজিত থাকেন হেইনরিক ক্লাসেন। ৮ বলে ১৪ রান করে অপরাজিত থাকেন নীতীশ রেড্ডি। ১৮.১ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় হায়দরাবাদ।
৪ পয়েন্টে আটকে সিএসকে
শুক্রবার হায়দরাবাদের কাছে হারের ফলে ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৩ নম্বরে থাকল সিএসকে। হায়দরাবাদও ৪ ম্যাচ খেলে ৪ পয়েন্ট পেয়েছে। তবে রান রেটে পিছিয়ে থাকায় লিগ টেবলে ৫ নম্বরে হায়দরাবাদ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
আরও পড়ুন-
Suryakumar Yadav: চোট সারিয়ে মুম্বই ইন্ডিয়ানস শিবিরে যোগ সূর্যকুমার যাদবের
Shashank Singh: 'ভুল শশাঙ্ক সিং'-কে দলে নিয়ে ভালোই করেছেন, বুঝতে পারছেন প্রীতি জিন্টারা?
IPL 2024: শুবমানের পাল্টা শশাঙ্কর বিস্ফোরক ইনিংস, গুজরাটের বিরুদ্ধে রোমাঞ্চকর জয় পাঞ্জাবের