CSK vs RCB: ১৬ বছরের খরা কাটল, চিপকে সিএসকে-র বিরুদ্ধে জয় আরসিবি-র
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru: চলতি আইপিএল-এর (IPL 2025) শুরুটা দুর্দান্তভাবে করেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছেন বিরাট কোহলিরা।
- FB
- TW
- Linkdin
)
২০০৮ সালের পর প্রথমবার আইপিএল ম্যাচে চিপকে সিএসকে-র বিরুদ্ধে জয় পেল আরসিবি
IPL 2025, CSK vs RCB: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৫-এ বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) একের পর এক জয়ে এগিয়ে চলেছে। তারা প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্সকে (কেকেআর) হারানোর পরে এবার পাঁচবারের আইপিএল বিজয়ী চেন্নাই সুপার কিংসকে হারিয়ে দিয়েছে। ১৬ বছর পর চেন্নাইয়ের দুর্গে আরসিবি তাদের পতাকা তুলেছে। এই জয়ের ফলে আইপিএল ২০২৫-এর পয়েন্ট টেবিলে আরসিবি শীর্ষে উঠে এসেছে।
৬১৫৫ দিন পর চিপকে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
আইপিএল ২০২৫-এর অষ্টম ম্যাচে বিরাট কোহলির দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) এবং মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল। এই ম্যাচে টসে জিতে চেন্নাই প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। আরসিবি ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং বিভাগে দারুণ পারফর্ম করে। বিরাট কোহলির নেতৃত্বে আরসিবি যে জয় পায়নি, তা রজত পতিদার করে দেখিয়েছেন। পাতিদারের নেতৃত্বে আরসিবি ৬১৫৫ দিন পর চিপকে চেন্নাই সুপার কিংসকে হারিয়েছে।
টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ভালো পারফরম্যান্স দেখিয়ে ১৯৬ রান করে আরসিবি
এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে আরসিবি ভালো শুরু করে। ওপেনার ফিলিপ সল্ট শুরু থেকেই আক্রমণাত্মক ছিলেন। তিনি চেন্নাইয়ের বোলারদের ওপর চড়াও হন। তিনি ৩২ রান করলেও যতক্ষণ ছিলেন, দ্রুত রান তুলেছেন। এছাড়াও, তারকা বিরাট কোহলি ৩১ রানের ইনিংস খেলেন। তিন নম্বরে ব্যাট করতে আসা দেবদত্ত পাডিক্কল ১৪ বলে জোড়া ছয় ও জোড়া চারের সাহায্যে ২৭ রানের ইনিংস খেলেন। চার নম্বরে আসা রজত পতিদার দলের জন্য অধিনায়কের মতো ইনিংস খেলেন। তিনি ৩২ বলে ৫১ রান করেন। যেখানে চারটি চার ও তিনটি ছয় মারেন। শেষে টিম ডেভিড হ্যাটট্রিক ছক্কা হাঁকিয়ে আরসিবি-কে ১৯৬ রানে পৌঁছে দেন।
নিজেদের ঘরের মাঠেও বড় টার্গেট তাড়া করতে নেমে হতাশাজনক পারফরম্যান্স সিএসকে-র
বড় স্কোর তাড়া করতে নেমে চেন্নাই সুপার কিংসের শুরুটা ভালো হয়নি। এরপর কোনও ব্যাটারই ভালো ইনিংস খেলতে পারেননি। একের পর এক উইকেট হারাতে থাকার পাশাপাশি রান করা কমে যাওয়ায় প্রয়োজনীয় রান রেট বাড়তে থাকে। ফলস্বরূপ, তারা ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান করতে সক্ষম হয়। চেন্নাইয়ের ইনিংসে রাচিন রবীন্দ্র ৪১ রান করেন। শেষে মহেন্দ্র সিং ধোনি ৩০ রানে অপরাজিত ছিলেন। আরসিবি-র বোলারদের মধ্যে জশ হ্যাজেলউড ৩টি, যশ দয়াল ২টি, লিভিংস্টোন ২টি ও ভুবনেশ্বর কুমার ১টি উইকেট নেন।