IPL 2025 DC vs GT: এবারের আইপিএল-এ প্লে-অফের যোগ্যতা অর্জনের ক্ষেত্রে রবিবার দিল্লি ক্যাপিটালস (Delhi Capitals) ও গুজরাট টাইটানসের (Gujarat Titans) ম্যাচের ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। 

IPL 2025 Delhi Capitals vs Gujarat Titans: তারকা খেলোয়াড়রা বড় মঞ্চেই জ্বলে ওঠেন। ব্যতিক্রম নন কে এল রাহুলও (KL Rahul)। চলতি আইপিএল-এ (IPL 2025) প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে রবিবার গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে জিততেই হবে দিল্লি ক্যাপিটালসকে (Delhi Capitals)। এই গুরুত্বপূর্ণ ম্যাচে ব্যাটিং ওপেন করতে নেমে অপরাজিত করলেন কে এল রাহুল (KL Rahul)। ৬৫ বলে ১১২ রান করে অপরাজিত থাকেন এই তারকা ব্যাটার। তিনি ১৪টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন। দিল্লির অন্য কোনও ব্যাটার বড় রান পাননি। রাহুলের সঙ্গে ওপেন করতে নামা ফাফ ডু প্লেসি (Faf du Plessis) ১০ বলে ৫ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ১৯ বলে ৩০ রান করেন বাংলার উইকেটকিপার-ব্যাটার অভিষেক পোড়েল (Abishek Porel)। তিনি ৩টি ওভার-বাউন্ডারি মারেন। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেল (Axar Patel) ১৬ বলে ২৫ রান করেন। ১০ বলে ২১ রান করে অপরাজিত থাকেন ট্রিস্টান স্টাবস (Tristan Stubbs)। ৩ উইকেটে ১৯৯ রান করল দিল্লি।

আর্শাদ খানের অসাধারণ বোলিং

গুজরাট টাইটানসের হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন আর্শাদ খান (Arshad Khan)। তিনি ২ ওভার বোলিং করে ৭ রান দিয়ে ১ উইকেট নেন। ৪ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ১ উইকেট নেন প্রসিদ্ধ কৃষ্ণ (Prasidh Krishna)। ৪ ওভার বোলিং করে ৪৭ রান দিয়ে ১ উইকেট নেন সাই কিশোর (Sai Kishore)।

আইপিএল-এ পঞ্চম শতরান রাহুলের

রবিবার আইপিএল-এ নিজের পঞ্চম শতরান করলেন রাহুল। ২০২২ সালের আইপিএল-এর তিনি প্রথমবার শতরান করলেন। ২০২২ সালের আইপিএল-এ জোড়া শতরান করেছিলেন এই তারকা ব্যাটার। তারপর চোট, খারাপ ফর্মের কারণে সমস্যায় পড়েছিলেন। তবে এবার ফর্মে ফিরেছেন। এবারের আইপিএল-এ পঞ্চম ব্যাটার হিসেবে শতরান করলেন রাহুল। তিনি আইপিএল-এর ইতিহাসে সবচেয়ে বেশি শতরান করা ব্যাটারদের তালিকায় এখন চতুর্থ স্থানে। শুবমান গিলকে (Shubman Gill) ছাপিয়ে গেলেন রাহুল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।