Royal Challengers Bengaluru vs Punjab Kings: প্রথমবার আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে লড়াই করছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংস। ভালো শুরু করেও বড় রান পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। ফলে চাপে আরসিবি।
IPL 2025 Final Royal Challengers Bengaluru vs Punjab Kings: কোয়ালিফায়ার টুয়ে মুম্বই ইন্ডিয়ানসের (Mumbai Indians) বিরুদ্ধে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে বাজিমাত করেছিলেন। আইপিএল ফাইনালেও (IPL 2025 Final) কি সেই একই কৌশলে সাফল্য পাবেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। তাঁর দলের বোলারদের ভালো পারফরম্যান্স সত্ত্বেও বড় স্কোর করল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। চতুর্থবার আইপিএল ফাইনাল খেলতে নেমে ভালো ব্যাটিং করলেও, বড় রান পেলেন না বিরাট কোহলি (Virat Kohli)। নিয়মিত ব্যবধানে উইকেট হারাল আরসিবি। একসময় মনে হচ্ছিল বড় স্কোর হবে না। কিন্তু শেষপর্যন্ত বড় স্কোরই হল। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) সাধারণত টি-২০ ম্যাচে বড় স্কোর হয়। মঙ্গলবার আইপিএল ফাইনালেও সেই ধারা অব্যাহত। টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেট হারিয়ে ১৯০ রান করলেন বিরাটরা।
জয়ের জন্য যথেষ্ট রান করতে পারল আরসিবি?
এদিন আইপিএল ফাইনালের শুরুটা দারুণভাবে করেছিলেন ফিলিপ সল্ট (Philip Salt)। তাঁর খেলা নিয়ে সংশয় থাকলেও, বিরাটের সঙ্গে ব্যাটিং ওপেন করতে নেমে বড় স্কোরের ইঙ্গিত দেন সল্ট। কিন্তু তিনি ৯ বল খেলে ১৬ রান করে আউট হয়ে যান। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে ময়াঙ্ক আগরওয়ালও (Mayank Agarawal) শুরুটা ভালো করেছিলেন। কিন্তু তিনি ১৮ বল খেলে ২৪ রান করে আউট হয়ে যান। আরসিবি অধিনায়ক রজত পতিদারও (Rajat Patidar) বেশিক্ষণ ক্রিজে টিকে থাকতে পারেননি। তিনি ১৬ বলে ২৬ রান করেন। বিরাট ৩৫ বলে ৪৩ রান করেন। লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone) ১৫ বলে ২৫ রান করেন। জিতেশ শর্মা (Jitesh Sharma) ১০ বলে ২৪ রান করেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) ৯ বলে ১৭ রান করেন। ক্রুণাল পান্ডিয়া (Krunal Pandya) ৫ বলে ৪ রান করেন। ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) ২ বলে ১ রান করেন। ১ রান করে অপরাজিত থাকেন যশ দয়াল (Yash Dayal)।
আর্শদীপের ৩ উইকেট
৪ ওভার বোলিং করে ৪০ রান দিয়ে ৩ উইকেট নেন আর্শদীপ সিং (Arshdeep Singh)। ৪ ওভার বোলিং করে ৪৮ রান দিয়ে ৩ উইকেট নেন কাইল জেমিসন (Kyle Jamieson)। ১ উইকেট করে নেন বিজয়কুমার বিশাক (Vijaykumar Vyshak), আজমাতুল্লাহ ওমরজাই (Azmatullah Omarzai) ও যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


