Punjab Kings vs Mumbai Indians: রবিবার রাতে আইপিএল-এ (IPL 2025) কোয়ালিফায়ার টু কার্যত সেমি-ফাইনালে পরিণত হয়েছিল। পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ানস ম্যাচে সেমি-ফাইনালের মতোই হাড্ডাহাড্ডি লড়াই দেখা গেল। গভীর রাত পর্যন্ত চলল ম্যাচ।

IPL 2025 Qualifier 2 Punjab Kings vs Mumbai Indians: রাত দেড়টা পেরিয়ে গিয়েছে। তারপরেও আইপিএল (IPL 2025) ম্যাচ শেষ হয়নি! রাত জেগে বিদেশের লিগের ফুটবল ম্যাচ দেখতে অভ্যস্ত ভারতীয়রা। রাত জেগে ক্রিকেট দেখার অভ্যাস নেই। কিন্তু রবিবার সন্ধেবেলা আমেদাবাদে বৃষ্টির জেরে দু'ঘণ্টারও বেশি সময় পরে শুরু হয়েছিল ম্যাচ। এই কারণেই ম্যাচ শেষ হতে গভীর রাত পেরিয়ে গেল। বিদেশি ফুটবলের মতোই উত্তেজক হয়ে গেল আইপিএল কোয়ালিফায়ার টু (IPL 2025 Qualifier 2)। কয়েকদিন আগেই শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer) বলেছিলেন, ইংলিশ প্রিমিয়ার লিগের (Premier League) চেয়ে এগিয়ে আইপিএল। এদিন পারফরম্যান্সের মাধ্যমে তা প্রমাণও করে দিলেন এই তারকা। যে কোনও ফুটবল ম্যাচের চেয়ে পাঞ্জাব কিংস (Punjab Kings) ও মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians) ম্যাচের আকর্ষণ কম ছিল না। অসাধারণ ব্যাটিং করে পাঞ্জাবকে জিতিয়ে মাঠ ছাড়লেন শ্রেয়াস। তিনিই এই রাতের নায়ক হয়ে উঠলেন। দীর্ঘদিন পর আইপিএল ফাইনালে পৌঁছে গেল পাঞ্জাব কিংস। গতবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে আইপিএল জেতার পর এবার পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়ন হওয়ার সামনে শ্রেয়াস।

মিথ ভেঙে মুম্বই-বধ পাঞ্জাবের

রবিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন শ্রেয়াস। সেই সময় মনে হচ্ছিল তিনি ভুল করেছেন। মুম্বই ইন্ডিয়ানস ৬ উইকেটে ২০৩ রান করে ফেলার পর সেই ধারণা দৃঢ় হয়। আলোচনা শুরু হয়ে যায়, মুম্বই ইন্ডিয়ানস আইপিএল-এ কোনওদিন ২০০-এর বেশি রান করে হারেনি। ফলে এবারও ফাইনাল খেলবে মুম্বই। কিন্তু শ্রেয়াসের মাথায় অন্য ভাবনা ছিল। তাঁর দল রান তাড়া করতে নেমে তৃতীয় ওভারেই প্রথম উইকেট খুইয়ে বসলেও, রানের গতি কমেনি। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ৪১ বলে ৮৭ রান করে অপরাজিত থেকে দলকে ফাইনালে তুলে মাঠ ছাড়লেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। তিনি ৫টি বাউন্ডারি এবং আটটি ওভার-বাউন্ডারি মারেন। শ্রেয়াসকে যোগ্য সঙ্গত দেন নেহাল ওয়াধেরা (Nehal Wadhera)। তিনি ২৯ বলে ৪৮ রান করেন। জশ ইনগ্লিস (Josh Inglis) ২১ বলে ৩৮ রান করেন। ওপেনার প্রিয়াংশ আর্য (Priyansh Arya) ১০ বলে ২০ রান করেন। ৬ বল বাকি থাকতেই জয় ছিনিয়ে নিল পাঞ্জাব কিংস

মঙ্গলবার বিরাট-শ্রেয়াস লড়াই

মঙ্গলবার আইপিএল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru) ও পাঞ্জাব কিংসের লড়াই হতে চলেছে। মুখোমুখি বিরাট কোহলি (Virat Kohli) ও শ্রেয়াস। এই দুই দলই এখনও পর্যন্ত আইপিএল চ্যাম্পিয়ন হতে পারেনি। ফলে এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে আইপিএল।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।