গত আইপিএল (IPL) সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, গায়ক সোনু নিগমের সঙ্গে ছিলেন এ আর রহমানও।
IPL 2025: আইপিএল আঠারোতম সিজনের আগে উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকার ছড়াছড়ি। গায়িকা শ্রেয়া ঘোষাল, বলিউড তারকা শ্রদ্ধা কাপুর, বরুণ ধাওয়ান, দিশা পাটানি, পাঞ্জাবি গায়ক করণৌজলা, অরিজিৎ সিংয়ের মতো তারকারা থাকছেন ২২ তারিখের কলকাতা উদ্বোধনী অনুষ্ঠানে।
আগামী ২২ মার্চ, কলকাতার ইডেন গার্ডেন্সে বর্তমান চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর মধ্যে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএল ১৮-তম সিজন। গত আইপিএল সিজনের উদ্বোধনী অনুষ্ঠানে অক্ষয় কুমার, টাইগার শ্রফ, গায়ক সোনু নিগমের সঙ্গে ছিলেন এ আর রহমানও।
আইপিএলের প্রথম ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান হবে, জানিয়েছেন প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট ও দিল্লী ক্যাপিটালসের মেন্টর সৌরভ গঙ্গোপাধ্যায়। স্টার স্পোর্টস নেটওয়ার্ক ও জিও হটস্টারে দেখা যাবে আইপিএল-এর ম্যাচগুলি। রিল্যায়েন্সের মালিকানাধীন জিও ও ডিজ়নির হটস্টার মিলে যাওয়ার পর এটি প্রথম আইপিএল সিজন।
আগের আইপিএলের মতো এবার জিও হটস্টারে ফ্রীতে খেলা দেখা যাবে না। দর্শকেরা কিছুক্ষণের জন্য বিনামূল্যে খেলা দেখতে পারবেন, তারপর ১৪৯ টাকার প্ল্যান নিতে হবে।
উল্লেখ্য, ম্যাচের আগেই জমকালো একটি অনুষ্ঠান হতে চলেছে। সূত্রের খবর, বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা ওই অনুষ্ঠানে পারফর্ম করবেন। এছাড়াও মঞ্চ মাতাতে থাকবেন অরিজিৎ সিং (IPL 2025 Opening Ceremony)।
তবে বোর্ডের তরফ থেকে আরও বেশ কিছু ভাবনাচিন্তা রয়েছে। তার পুরোটা এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, ২ দিনের মধ্যে পুরো বিষয়টি চূড়ান্ত হয়ে যাবে। এও শোনা যাচ্ছে যে, বরুণ, শ্রদ্ধা এবং অরিজিতদের সঙ্গে বলিউডের আরও বেশ কয়েজন তারকা পারফর্ম করতে পারেন।
ইতিমধ্যেই সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়ের গলাতেও প্রায় একই সুর। কলকাতার মানুষকে দুরন্ত একটি উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য তৈরি থাকতে বলেছেন তিনি। জানা গেছে, মোটামুটি ৩০ মিনিটের অনুষ্ঠান হতে পারে। আর তারপর তো রয়েছে কেকেআর বনাম আরসিবি ধামাকা ক্রিকেট যুদ্ধ।
কিন্তু একটি বিষয় পরিষ্কার যে, দুর্দান্ত একটি ওপেনিং সেরিমনি হতে চলেছে ইডেনের বুকে। ম্যাচ শুরুর আগেই জমকালো সেই অনুষ্ঠানটি আয়োজিত হতে চলেছে। সূত্র মারফৎ জানা যাচ্ছে, যেখানে পারফর্ম করতে পারেন বরুণ ধাওয়ান এবং শ্রদ্ধা কাপুরের মতো বলিউড তারকারা। শুধু তাই নয়, গানে গানে মঞ্চ মাতাতে আসছেন অরিজিৎ সিং।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
