সংক্ষিপ্ত

Gujarat Titans: চলতি আইপিএল-এ (IPL 2025) পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট টাইটানস। কিন্তু এই পরিস্থিতিতে দুই বিদেশি ক্রিকেটারের না থাকা দলকে চাপে ফেলে দিতে পারে। বিকল্প ভাবনায় টিম ম্যানেজমেন্ট।

Glenn Phillips ruled out of IPL 2025: দুই ম্যাচ খেলার পরেই পারিবারিক সমস্যায় দেশে ফিরে গিয়েছেন দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাডা (Kagiso Rabada)। তিনি ফিরে এসে দলে যোগ দেবেন কি না, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। এরই মধ্যে কুঁচকির চোটের জন্য চলতি আইপিএল (IPL 2025) থেকে ছিটকে গেলেন নিউজিল্যান্ডের তারকা অলরাউন্ডার গ্লেন ফিলিপস (Glenn Phillips)। ফলে শনিবার লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giants) বিরুদ্ধে খেলতে নামার আগে চাপে পড়ে গেল গুজরাট টাইটানস (Gujarat Titans)। সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) বিরুদ্ধে ম্যাচে ফিল্ডিং করার সময় বাউন্ডারি আটকাতে গিয়ে চোট পান ফিলিপস। তিনি এবারই প্রথম আইপিএল-এর কোনও ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ পান। কোনও ম্যাচেই গুজরাট টাইটানসের প্রথম একাদশে খেলার সুযোগ পাননি। হায়দরাবাদের বিরুদ্ধে পরিবর্ত ফিল্ডার হিসেবে মাঠে নামেন। সেই ম্যাচেই চোট পেয়ে ছিটকে গেলেন। ফলে আইপিএল-এ অভিষেক হল না ফিলিপসের। গুজরাট টাইটানসের পক্ষ থেকে এক বিবৃতিতে ফিলিপসের চোট পেয়ে ছিটকে যাওয়ার খবর জানানোর পাশাপাশি তাঁর দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।

ফিল্ডিংয়ের জন্য বিখ্যাত ফিলিপস

এবারের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিতে (ICC Champions Trophy 2025) ফিল্ডিংয়ের মাধ্যমে নজর কেড়ে নেন ফিলিপস। তিনি একের পর এক অসাধারণ ক্যাচ নেন। ফিল্ডিংয়ের পাশাপাশি তাঁর ব্যাটিংও দলের বড় ভরসা। গুজরাট টাইটানস শিবিরের আশা ছিল এবারের আইপিএল-এ ফিলিপসের ঝোড়ো ব্যাটিং দেখা যাবে। কিন্তু হতাশাজনকভাবে তাঁর আইপিএল অভিযান শেষ হল।

শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে গুজরাট

পাঁচ ম্যাচ খেলে আট পয়েন্ট নিয়ে চলতি আইপিএল-এর শীর্ষে গুজরাট টাইটানস। শনিবার অ্যাওয়ে ম্যাচে লখনউ সুপার জায়ান্টসকে হারিয়ে এই অবস্থান ধরে রাখাই শুবমান গিলদের (Shubman Gill) লক্ষ্য। ফিলিপস যেহেতু এখনও পর্যন্ত কোনও ম্যাচেই প্রথম একাদশে ছিলেন না, তাঁর চোট পেয়ে ছিটকে যাওয়া দলের পক্ষে বড় ধাক্কা নয়। বিকল্প খেলোয়াড়ের সন্ধান করতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।