IPL 2025 GT vs CSK: রবিবারই চলতি আইপিএল-এ শেষ ম্যাচ খেলছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে ম্যাচের পরেই আইপিএল কেরিয়ার শেষ করতে পারেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)।

IPL 2025 Gujarat Titans vs Chennai Super Kings: চলতি আইপিএল-এ (IPL 2025) নিজেদের শেষ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিলেন চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে এই ম্যাচ জিতে ভালোভাবে চলতি আইপিএল শেষ করাই ধোনিদের লক্ষ্য। পয়েন্ট তালিকার শীর্ষে গুজরাট টাইটানস। অন্যদিকে, সবার শেষে সিএসকে। ফলে এই দুই দলের তুলনা হয় না। কিন্তু সিএসকে অধিনায়ক ধোনি হয়তো এদিনই আইপিএল কেরিয়ারে শেষ ম্যাচ খেলছেন। এই কারণেই এদিনের ম্যাচ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। শুবমান গিলের (Shubman Gill) সঙ্গে ধোনির লড়াই আকর্ষণীয় হতে চলেছে। এই ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রাখার লক্ষ্যে গুজরাট টাইটানস। অন্যদিকে, সম্মানরক্ষার লক্ষ্যে ধোনিরা।

শেষ ম্যাচ উপভোগ করতে চাইছেন ধোনি

টসে জিতে ধোনি বলেছেন, ‘আমরা প্রথমে ব্যাটিং করব। পিচ দেখে ভালো ও কঠিন মনে হচ্ছে। আমার মনে হচ্ছে, ৪০ ওভারই একরকম আচরণ করতে পারে পিচ। এখানে খুব গরম। এই পরিস্থিতিতে শরীর ঠিক রাখা কঠিন। আইপিএল-এ প্রতি বছরই নতুন চ্যালেঞ্জ থাকে। অনেককিছু ঠিকঠাক রাখতে হয়। আমি যখন আন্তর্জাতিক ক্রিকেট খেলতাম, তখন খুব বেশি সমস্যা হত না। বিকেল সাড়ে তিনটে-চারটের পর চেন্নাইয়ের আবহাওয়া খুব সুন্দর। এখানে অন্যরকম গরম। আমরা লিগ টেবলে সবার শেষে। আমরা এই ম্যাচ জিতলেও সবার শেষেই থাকব। ক্রিকেট উপভোগ করা জরুরি।’

টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর প্রথম ম্যাচ শুবমানের

শনিবারই ভারতের টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শুবমান। এরপর রবিবার প্রথম ম্যাচ খেলছেন তিনি। এই ম্যাচ প্রসঙ্গে শুবমান বলেছেন, ‘টেস্ট দলের অধিনায়ক নির্বাচিত হওয়ার চ্যালেঞ্জ নিতে পেরে আমার উত্তেজনা হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে এই সিরিজ আমাদের জন্য অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে। আমরা এই ম্যাচে প্রথমে বোলিং করতে চাইছিলাম। উইকেট ব্যাটিংয়ের সহায়ক বলে মনে হচ্ছে।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।