IPL 2025 KKR vs CSK: এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড়ে পিছিয়ে পড়েছে গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বুধবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে জয় না পেলে প্লে-অফের দৌড় থেকে ছিটকে যেতে পারে কেকেআর।

IPL 2025 Kolkata Knight Riders vs Chennai Super Kings: চলতি আইপিএল-এ (IPL 2025) প্লে-অফের যোগ্যতা অর্জন করার ক্ষেত্রে অত্যন্ত গুরত্বপূর্ণ ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় স্কোর করল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। ঘরের মাঠ ইডেন গার্ডেন্সে (Eden Gardens) চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ৬ উইকেটে ১৭৯ রান করল কেকেআর। সেরা ব্যাটিং অধিনায়ক অজিঙ্কা রাহানের (Ajinkya Rahane)। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৩৩ বলে ৪৮ রান করেন কেকেআর অধিনায়ক। তিনি ৪টি বাউন্ডারি এবং ২টি ওভার-বাউন্ডারি। আন্দ্রে রাসেল (Andre Russell) ২১ বলে ৩৮ রান করেন। তিনি ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। ওপেনার সুনীল নারিন (Sunil Narine) ১৭ বলে ২৬ রান করেন। অপর ওপেনার রহমানউল্লাহ গুরবাজ (Rahmanullah Gurbaz) অবশ্য বড় রান পাননি। আফগানিস্তানের এই তারকা ৯ বল খেলে ১১ রান করেন। ২৮ বলে ৩৬ রান করে অপরাজিত থাকেন মণীশ পাণ্ডে (Manish Pandey)। ফর্মে থাকা অঙ্গকৃশ রঘুবংশী (Angkrish Raghuvanshi) এদিন ব্যর্থ হয়েছেন। তিনি ২ বল খেলে ১ রান করেই আউট হয়ে যান। রিঙ্কু সিং (Rinku Singh) ৬ বলে ৯ রান করেন। রমনদীপ সিং (Ramandeep Singh) ৪ বলে ৪ রান করে অপরাজিত থাকেন।

নূর আহমেদের অসাধারণ বোলিং

সিএসকে-র বোলারদের মধ্যে এদিন সেরা পারফরম্যান্স দেখান নূর আহমেদ (Noor Ahmad)। ৪ ওভার বোলিং করে ৩১ রান দিয়ে ৪ উইকেট নেন আফগানিস্তানের এই বাঁ হাতি স্পিনার। ৪ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন রবীন্দ্র জাডেজা (Noor Ahmad)। ৩ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ১ উইকেট নেন অংশুল কম্বোজ (Anshul Kamboj)। ২ ওভার বোলিং করে ১৪ রান দেন খলিল আহমেদ (Khaleel Ahmed)। ৩ ওভার বোলিং করে ১৯ রান দেন রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)।

প্লে-অফের দৌড়ে থাকার লক্ষ্যে কেকেআর

বুধবার সিএসকে-র বিরুদ্ধে ম্যাচের আগে পর্যন্ত চলতি আইপিএল-এ ১১ ম্যাচ খেলে ১১ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৬ নম্বরে কেকেআর। এই ম্যাচ জিতে প্লে-অফের দৌড়ে টিকে থাকার লক্ষ্যে রাহানেরা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।