সংক্ষিপ্ত

Kolkata Knight Riders: আইপিএল-এ সঞ্জীব গোয়েঙ্কার মালিকানাধীন লখনউ সুপার জায়ান্টসের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ নিয়ে ক্রীড়াপ্রেমীদের মধ্যে প্রবল উৎসাহ রয়েছে। তবে এই ম্যাচ এবার ইডেন গার্ডেন্সে হচ্ছে না।

KKR vs LSG shifted to Guwahati: ৬ এপ্রিল রাম নবমীর (Ram Navami) দিন ইডেন গার্ডেন্সে (Eden Gardens) আইপিএল-এ (IPL 2025) কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) ও লখনউ সুপার জায়ান্টসের (Lucknow Super Giant) ম্যাচ হচ্ছে না। এই ম্যাচ কলকাতা থেকে গুয়াহাটিতে সরে গিয়েছে। কলকাতা পুলিশ আগেই জানিয়েছিল, রাম নবমীর দিন আইপিএল ম্যাচের জন্য নিরাপত্তা দেওয়া সম্ভব হবে না। ফলে এই গুরুত্বপূর্ণ ম্যাচ যে নির্দিষ্ট সূচি অনুযায়ী ইডেনে হবে না, সে কথা আগেই জানিয়ে দিয়েছিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। শুক্রবার জানা গেল, ইডেন গার্ডেন্সে কেকেআর-এলএসজি লড়াই দেখা যাবে না। এর ফলে বাংলার ক্রিকেটপ্রেমীরা হতাশ। তাঁরা এক আকর্ষণীয় ম্যাচ দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।

শাহরুখ খানকে আক্রমণ অশোক দিন্দার

ইডেন থেকে কেকেআর-এলএসজি ম্যাচ সরতেই শাহরুখ খানকে (Shah Rukh Khan) আক্রমণ করেছেন বাংলার প্রাক্তন পেসার তথা বিজেপি বিধায়ক (BJP MLA) অশোক দিন্দা (Ashok Dinda)। তিনি কেকেআর কর্ণধারকে তোপ দেগে বলেছেন, ‘নিরাপত্তার ব্যবস্থা করা যাবে কি না, সে বিষয়ে প্রশ্ন রয়েছে। কিন্তু একইসঙ্গে বুঝতে হবে, রাম নবমী বিরাট উৎসব। রাম নবমীতে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে উৎসবে যোগ দেবেন। তাহলে কারা ম্যাচ দেখতে আসবেন? কারা টিকিট কাটবেন? এটা ধরে নেওয়া হচ্ছে যে রাম নবমীর দিন মানুষের পক্ষে যাতায়াত করা কঠিন। কারণ, রাস্তায় যানজট থাকবে, মিছিল হবে, এই মিছিলে প্রচুর মানুষ যোগ দেবেন। ফলে কেকেআর-এর ক্ষতি হবে। শাহরুখ খান ক্ষতি হওয়ার কথা ভেবে এখানে আসেন না। তিনি মুনাফার জন্যই আসেন। যদি সেটা না হত, তাহলে বাংলার আরও অনেক খেলোয়াড় কেকেআর-এর হয়ে খেলার সুযোগ পেতেন।’

ইডেন থেকে ম্যাচ সরায় খুশি দিন্দা

রাম নবমীর দিন ইডেন গার্ডেন্স থেকে কেকেআর-এর ম্যাচ সরে যাওয়ায় তিনি খুশি বলেও জানিয়েছেন দিন্দা। তাঁর মতে, বিসিসিআই ঠিক সিদ্ধান্তই নিয়েছে। কারণ, পশ্চিমবঙ্গে হাজার হাজার মানুষ রাম নবমীর মিছিলে যোগ দেবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।