সংক্ষিপ্ত

IPL 2025: শনিবার শুরু হয়ে গেল আইপিএল ২০২৫। উদ্বোধনী ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ হচ্ছে।

Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru: আইপিএল ২০২৫ (IPL 2025) এর উদ্বোধনী ম্যাচে টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar)। তিনি আইপিএল-এ প্রথমবার আরসিবি-র অধিনায়ক হিসেবে খেলছেন। ইডেন গার্ডেন্স (Eden Gardens) থেকেই আরসিবি-র অধিনায়ক হিসেবে পতিদারের পথ চলা শুরু হল। অন্যদিকে, এবার কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) অধিনায়ক হিসেবে খেলছেন অভিজ্ঞ ব্যাটার অজিঙ্কা রাহানে। ইডেন গার্ডেন্সে এই ম্যাচ ঘিরে প্রবল উত্তেজনা তৈরি হয়েছে। বিরাট কোহলি-রিঙ্কু সিংদের (Virat Kohli-Rinku Singh) লড়াই দেখার অপেক্ষায় দর্শকরা। সবারই আশা, এই ম্যাচে অসাধারণ লড়াই দেখা যাবে। গতবারের চ্যাম্পিয়ন কেকেআর এবারও ভালো পারফরম্যান্স দেখাবেন বলে আশায় সমর্থকরা।

আইপিএল ২০২৫-এর উদ্বোধনী ম্যাচে কেকেআর-এর হয়ে কারা খেলছেন?

আরসিবি-র বিরুদ্ধে কেকেআর-এর হয়ে খেলছেন- কুইন্টন ডি কক (উইকেটকিপার), ভেঙ্কটেশ আইয়ার, অজিঙ্কা রাহানে (অধিনায়ক), রিঙ্কু সিং, অঙ্গকৃশ রঘুবংশী, সুনীল নারিন, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, স্পেনসার জনসন, হর্ষিত রানা ও বরুণ চক্রবর্তী।

কেকেআর-এর বিরুদ্ধে আরসিবি-র হয়ে কারা খেলছেন?

ইডেন গার্ডেন্সে আরসিবি-র হয়ে খেলছেন- বিরাট কোহলি, ফিলিপ সল্ট (উইকেটকিপার), রজত পতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা, টিম ডেভিড, ক্রুণাল পান্ডিয়া, রাসিক দার সালাম, সূযশ শর্মা, জশ হ্যাজেলউড ও যশ দয়াল।

বৃষ্টির আশঙ্কা দূরে সরিয়ে রেখে চলছে ম্যাচ

আলিপুর আবহাওয়া দফতর শনিবার হাল্কা থেকে মাঝারি বৃষ্টি ও ঝোড়ো বাতাসের পূর্বাভাস দেওয়া হয়েছিল। শনিবার সকালে বৃষ্টি হওয়ায় ম্যাচ ভালোভাবে হবে কি না, সে বিষয়ে আশঙ্কা তৈরি হয়েছিল। কিন্তু বেলা বাড়তেই রোদের ঝিলিক দেখা যায়। তারপর ফের মেঘলা আকাশ দেখা গেলেও, ভারী বৃষ্টি না হওয়ায় আইপিএল-এর উদ্বোধনী অনুষ্ঠান এবং ম্যাচ শুরু করতে কোনও সমস্যা হল না। ক্রিকেটপ্রেমীদের সবারই আশা, ভালোভাবে শেষ হবে কেকেআর-আরসিবি ম্যাচ

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।