IPL 2025 News: আইপিএল প্লে-অফের ম্যাচ সরে গেছে পাঞ্জাবে। তবে হিসেবমতো আইপিএল প্লে-অফের একটি ম্যাচ এবং ফাইনালটি হওয়ার কথা ছিল ইডেনে।

IPL 2025 News: নতুন সূচি অনুযায়ী, কার্যত, বঞ্চনার শিকার ইডেন। বরং, ফাইনাল হবে আহমেদাবাদে (IPL playoff 2025)। অপরদিকে একটি প্লে-অফের ম্যাচ রয়েছে পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামে। কিন্তু কেন? কলকাতার আবহাওয়াও তো এখনও ঠিক আছে (IPL 2025 schedule)।

জানা যাচ্ছে, সেই কাণ্ডের নেপথ্যে রয়েছেন এক প্রভাবশালী প্রাক্তন ক্রিকেটার

Scroll to load tweet…

সাধারণত, গত মরশুমে যারা আইপিএল জয় পায়, তাদের মাঠেই উদ্বোধনী এবং প্লে-অফের একটি ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হয়। এবারও কিন্তু সেটাই ঠিক ছিল। আর সেই অনুযায়ী, উদ্বোধনী ম্যাচ এবং অনুষ্ঠান দুটোই হয়েছে ইডেনে (IPL 2025 points table)। 

কিন্তু যুদ্ধ আবহ কেটে যাওয়ার পর, নতুন সূচিতে দেখা যাচ্ছে যে, ইডেন কার্যত বঞ্চিত। আর সেখানে কারণ দেখানো হচ্ছে, ঐ সময় কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ব্রডকাস্টাররা চাইছেন না যে, ম্যাচ বৃষ্টিতে ভেস্তে যাক বা সামান্যও ক্ষতিগ্রস্ত হোক। তবে তখন নাকি আহমেদাবাদ এবং পাঞ্জাবে একেবারেই বৃষ্টির সম্ভাবনা নেই।

কিন্তু কেন পাঞ্জাবের মুল্লানপুর স্টেডিয়ামকেই বেছে নেওয়া হল?

সূত্রের খবর, তার নেপথ্যে আবার আছেন ভারতের প্রাক্তন ক্রিকেটার হরভজন সিং নিজেই। সূত্র মারফত জানা গেছে, “হরভজন সেইজন্য অনেক খেটেছেন। যারা সিদ্ধান্ত নিয়েছেন, তাদের সঙ্গেও কথা বলেছেন বিষয়টি নিয়ে। তাদেরকে বুঝিয়েছেন যে, চণ্ডীগড় পুরোপুরি তৈরি আছে এবং সমস্ত পরিকাঠামো নিয়ে প্রস্তুত। তাছাড়া দর্শকরাও যথেষ্ট উৎসাহী রয়েছেন। এমনকি, হরভজন নিজেও সেই স্টেডিয়ামে গেছেন এবং পিচ পরিদর্শন করেছেন। সমস্ত কিছুই পরিকল্পনা করেছেন।”

এই মুহূর্তে ভারতীয় দলের প্রাক্তন স্পিনার হরভজন পাঞ্জাব ক্রিকেট সংস্থার প্রধান পরামর্শদাতা হিসেবে কাজ করছেন। অবসর নেওয়ার পর, পাঞ্জাবের বিভিন্ন জায়গায় ক্রিকেটের জনপ্রিয়তা বাড়াতে তিনি একাধিক কাজ করেছেন। শুধু তাই নয়, মুল্লানপুরে আইপিএল এবং আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের ক্ষেত্রেও যথেষ্ট সক্রিয় এবং কার্যকরী ভূমিকা নিয়েছেন। এবার সেই ২০২১ সালে প্রতিষ্ঠিত, নতুন মুল্লানপুর স্টেডিয়ামে প্লে-অফের ম্যাচের ব্যবস্থা করতেও রীতিমতো গুরুত্বপূর্ণ ভূমিকা নিলেন ভাজ্জি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।