IPL 2025 PBKS vs DC: এবারের আইপিএল-এর শুরু থেকেই ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখাচ্ছে পাঞ্জাব কিংস (Punjab Kings)। প্লে-অফের যোগ্যতা অর্জন করার পর এবার পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাওয়ার লক্ষ্যে শ্রেয়াস আইয়াররা (Shreyas Iyer)।
IPL 2025 Punjab Kings vs Delhi Capitals: শনিবারই ইংল্যান্ড সফরের (England Tour) জন্য দল ঘোষণা করেছে বিসিসিআই (BCCI)। টেস্ট দলে জায়গা পাননি শ্রেয়াস আইয়ার (Shreyas Iyer)। দুপুরে দল ঘোষণার পর সন্ধেবেলা আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে অসাধারণ ব্যাটিং করে নির্বাচকদের জবাব দিলেন পাঞ্জাব কিংসের (Punjab Kings) অধিনায়ক শ্রেয়াস। ৩৪ বলে ৫৩ রান করেন এই তারকা ব্যাটার। তিনি ৫টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। শ্রেয়াসের অসাধারণ ইনিংসের সুবাদে বড় স্কোর করল পাঞ্জাব। এই ম্যাচ জিতলেই পয়েন্ট তালিকার শীর্ষে পৌঁছে যাবেন শ্রেয়াসরা। এই গুরুত্বপূর্ণ ম্যাচে সবচেয়ে ভালো ব্যাটিং করলেন পাঞ্জাব কিংসের অধিনায়ক। তিনি দলকে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও ভালো পারফরম্যান্স দেখাচ্ছেন।
২০০ পেরিয়ে গেল পাঞ্জাব কিংস
শ্রেয়াসের অসাধারণ ইনিংসের সুবাদে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ৮ উইকেটে ২০৬ রান করল পাঞ্জাব কিংস। শ্রেয়াসের অর্ধশতরানের পাশাপাশি অসাধারণ ব্যাটিং করলেন মার্কাস স্টোইনিস (Marcus Stoinis)। তিনি ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। ৩টি বাউন্ডারি ও ৪টি ওভার-বাউন্ডারি মারেন স্টোইনিস। জস ইনগ্লিসও (Josh Inglis) ঝোড়ো ব্যাটিং করেন। তিনি ১২ বলে ৩২ রান করেন। ৩টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন ইনগ্লিস। ওপেনার প্রভসিমরন সিং (Prabhsimran Singh) ১৮ বলে ২৮ রান করেন। নেহাল ওয়াধেরা (Nehal Wadhera) করেন ১৬ রান। শশাঙ্ক সিং (Shashank Singh) করেন ১১ রান।
মুস্তাফিজুর রহমানের ৩ উইকেট
দিল্লি ক্যাপিটালসের হয়ে এদিনও ভালো বোলিং করলেন বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। তিনি ৪ ওভার বোলিং করে ৩৩ রান দিয়ে ৩ উইকেট নিলেন। ৪ ওভার বোলিং করে ৩৯ রান দিয়ে ২ উইকেট নেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। ৪ ওভার বোলিং করে ৩৮ রান দিয়ে ২ উইকেট নিলেন বিপ্রজ নিগম (Vipraj Nigam)। মুকেশ কুমার (Mukesh Kumar) অবশ্য প্রচুর রান দিলেন। ৪ ওভার বোলিং করে ৪৯ রান দিয়ে ১ উইকেট নিলেন এই পেসার।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


