Punjab Kings vs Mumbai Indians, Qualifier 2: আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই শুরু হয়ে যাচ্ছে এবারের আইপিএল-এর কোয়ালিফায়ার টু। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium) মুম্বই ইন্ডিয়ানসের মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস।
IPL 2025 Qualifier 2 Punjab Kings vs Mumbai Indians: রবিবার সন্ধেবেলা আইপিএল ২০২৫-এর (IPL 2025) কোয়ালিফায়ার টুয়ে (Qualifier 2) পাঞ্জাব কিংসের (Punjab Kings) মুখোমুখি হতে চলেছে মুম্বই ইন্ডিয়ানস (Mumbai Indians)। এই ম্যাচ হতে চলেছে আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে (Narendra Modi Stadium)। দুই দলের কাছে ফাইনালে যাওয়ার এটাই শেষ সুযোগ। রবিবারের ম্যাচের জয়ী দল ফাইনালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) মুখোমুখি হবে। যে দল রবিবার হেরে যাবে, তাদের চলতি আইপিএল-এ আর কোনও সুযোগ থাকবে না। পাঞ্জাব কিংস এখনও পর্যন্ত আইপিএল জিততে পারেনি। তারা প্রথমবার ট্রফি জয়ের লক্ষ্যে। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ানসের লক্ষ্য ষষ্ঠ আইপিএল ট্রফি। রবিবারের ম্যাচে বিশ্বের সর্ববৃহৎ ক্রিকেট স্টেডিয়ামে টসের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকতে পারে।
গুরুত্বপূর্ণ হতে পারে টস
নরেন্দ্র মোদী স্টেডিয়াম চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৭টি ম্যাচ হয়েছে। এই ম্যাচগুলিতে যে দল প্রথমে ব্যাটিং করেছে, তারা সুবিধা পেয়েছে। অতীতে এই স্টেডিয়ামে রান তাড়া করা সহজ ছিল। কিন্তু এবার পরিস্থিতি বদলে গিয়েছে। ৭টি ম্যাচের মধ্যে ৬টিতেই যে দল প্রথমে ব্যাটিং করেছে তারা জয় পেয়েছে। শুধু একটি ম্যাচে রান তাড়া করে জয় এসেছে। তবে সেই ম্যাচটি দিন-রাতের ছিল। এই কারণে রবিবার দু'দলের জন্যই টসে জেতা গুরুত্বপূর্ণ। যে দল টসে জিতবে, তারা ম্যাচ জয়ের দিকে এগিয়ে যেতে পারে।
চলতি আইপিএলে দ্বিতীয়বার মুখোমুখি পাঞ্জাব-মুম্বাই
আইপিএল-এর ১৮-তম আসরে পাঞ্জাব কিংস ও মুম্বই ইন্ডিয়ানস দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে। লিগ পর্যায়ে ৭ উইকেটে জয় পায় পাঞ্জাব কিংস। তবে তার আগেই দুই দল প্লে-অফে জায়গা করে নেয়। সেই ম্যাচ জয়ের পর পাঞ্জাব কিংস কোয়ালিফায়ার ওয়ানে খেলার সুযোগ পায়। যদিও সেই ম্যাচে আরসিবি-র কাছে হেরে যায় পাঞ্জাব কিংস। অন্যদিকে, লিগ পর্যায়ে চতুর্থ স্থানে থেকে এলিমিনেটরে গুজরাট টাইটানসকে হারিয়ে কোয়ালিফায়ার টু খেলছে মুম্বই ইন্ডিয়ানস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


