সংক্ষিপ্ত

KKR vs RR, IPL 2025: এবারের আইপিএল-এর প্রথম ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে হারের পর দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসকে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে কলকাতা নাইট রাইডার্স। ধারাবাহিকতা বজায় রাখাই কেকেআর শিবিরের লক্ষ্য।

IPL 2025, Kolkata Knight Riders: প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে দল। ফলে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শিবিরে এখন ফুরফুরে মেজাজ। গুয়াহাটির বারসাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে (Barsapara Cricket Stadium) রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর আগামী ম্যাচগুলিতেও ভালো পারফরম্যান্সের বিষয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে কেকেআর শিবির। রাজস্থানের বিরুদ্ধে জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন ইংল্যান্ডের অভিজ্ঞ অলরাউন্ডার মইন আলি (Moeen Ali)। তিনি ভালো বোলিং করেছেন। তবে নিজে ভালো পারফরম্যান্স দেখালেও, সতীর্থদের প্রশংসা করছেন মইন। তিনি বরুণ চক্রবর্তীর (Varun Chakaravarthy) প্রশংসা করেছেন। বুধবারই কেকেআর-এর হয়ে প্রথম ম্যাচ খেলেছেন মইন। এই ম্যাচে দলকে জেতাতে পেরে খুশি ইংল্যান্ডের এই অভিজ্ঞ অলরাউন্ডার। ভালো ব্যাটিং করে দলকে জেতাতে পেরে কুইন্টন ডি ককও (Quinton de Kock) খুশি।

দলকে জিতিয়ে উচ্ছ্বসিত ডি কক

বুধবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৮ উইকেটে জয় পেয়েছে কেকেআর। প্রথমে ব্যাটিং করতে নেমে ৯ উইকেটে ১৫১ রান করে রাজস্থান। ১৭.৩ ওভারেই ২ উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় কেকেআর। ৬১ বলে ৯৭ রান করে অপরাজিত থাকেন ডি কক। তিনি আইপিএল-এ (IPL 2025) কোনও ম্যাচে রান তাড়া করার সময় কেকেআর-এর হয়ে সবচেয়ে বেশি রান করেছেন। এই ম্যাচের পর ডি কক বলেছেন, ‘নতুন লোকজনের সঙ্গে পরিচয় হওয়া এবং নতুন পরিবেশ আমার খুব ভালো লাগে। দলে নিজের পায়ের তলায় জমি খুঁজে পেতে হয়। কখনও দলে গ্রহণযোগ্যতা পেতে দেরি হয়। কিন্তু এখানে কেকেআর-এ সবাই আমাকে স্বাগত জানিয়েছে। এই কারণে আমার ভালো লাগছে।’

বরুণের প্রশংসায় মইন

বুধবারের ম্যাচের পর মইন বলেছেন, ‘যত কম সম্ভব রান দেওয়াই আমার লক্ষ্য ছিল। আমার চেয়ে ভালো কেউ, যার বোলিংয়ে আমার চেয়ে বেশি রহস্য আছে, এমন কারও সঙ্গে বোলিং করতে আমি অভ্যস্ত।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।