- Home
- Sports
- Cricket
- Virat Kohli: টি-২০ ফর্ম্যাটে ১০০ অর্ধশতরান, আইপিএল-এর মঞ্চে নতুন রেকর্ড বিরাট কোহলির
Virat Kohli: টি-২০ ফর্ম্যাটে ১০০ অর্ধশতরান, আইপিএল-এর মঞ্চে নতুন রেকর্ড বিরাট কোহলির
Virat Kohli Record: গত দেড় দশকে আন্তর্জাতিক ক্রিকেটে অন্যতম সফল ব্যাটার বিরাট কোহলি। তিন ফর্ম্যাটেই অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছেন এই তারকা ব্যাটার। এবারের আইপিএল-এও (IPL 2025) তাঁর ভালো ফর্ম দেখা যাচ্ছে।
- FB
- TW
- Linkdin
)
রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান করে আইপিএল-এ নতুন রেকর্ড গড়লেন বিরাট কোহলি
IPL 2025 Virat Kohli: টি-২০ ফর্ম্যাটের ইতিহাসে দ্বিতীয় ব্যাটার হিসেবে ১০০-তম অর্ধশতরান করে নতুন নজির গড়লেন বিরাট কোহলি। রবিবার আইপিএল-এ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অপরাজিত অর্ধশতরান করে এই নজির গড়লেন বিরাট।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে অনবদ্য ব্যাটিং আরসিবি তারকা বিরাট কোহলির
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৪৫ বলে ৬২ রান করে অপরাজিত থাকেন বিরাট কোহলি। তাঁর ইনিংসে ছিল চারটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি।
টি-২০ ফর্ম্যাটে ১০০ অর্ধশতরান করে ডেভিড ওয়ার্নারের নজির স্পর্শ করলেন বিরাট কোহলি
প্রথম ক্রিকেটার হিসেবে টি-২০ ফর্ম্যাটে ১০০ অর্ধশতরান করার রেকর্ড গড়েন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। রবিবার তাঁর নজির স্পর্শ করলেন বিরাট কোহলি।
গত বছর হোবার্টে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে টি-২০ ম্যাচে শততম অর্ধশতরান করেন ডেভিড ওয়ার্নার
এবার আইপিএল-এ কোনও ফ্র্যাঞ্চাইজিতেই সুযোগ পাননি ডেভিড ওয়ার্নার। এখন তিনি পাকিস্তান সুপার লিগে করাচি কিংসের হয়ে খেলছেন।
রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৯ বলে অর্ধশতরান করে নজির গড়লেন বিরাট কোহলি
রবিবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৩৯ বলে অর্ধশতরান পূরণ করেন বিরাট কোহলি। ওয়ানিন্দু হাসারঙ্গার বলে বিশাল ওভার-বাউন্ডারি মেরে অর্ধশতরান করেন এই কিংবদন্তি।
ডেভিড ওয়ার্নারের রেকর্ড ছাপিয়ে যেতে হলে বিরাট কোহলিকে এখনও ৯টি অর্ধশতরান করতে হবে
টি-২০ ফর্ম্যাটে এখনও পর্যন্ত ১০৮টি অর্ধশতরান করেছেন ডেভিড ওয়ার্নার। তবে তাঁকে ছাপিয়ে যেতে পারেন বিরাট কোহলি।
এবারের আইপিএল-এ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর অন্যতম সেরা পারফর্মার বিরাট কোহলি
চলতি আইপিএল-এ এখনও পর্যন্ত ৬ ম্যাচ খেলে ২৪৮ রান করেছেন বিরাট কোহলি। তাঁর ব্যাটিংয়ের গড় ৬২ এবং স্ট্রাইক রেট ১৪৩.৩৫।
চলতি আইপিএল-এ এখনও শতরান না পেলেও, ৩ ম্যাচে অর্ধশতরান করেছেন বিরাট কোহলি
চলতি আইপিএল-এ তিনটি অর্ধশতরান করেছেন বিরাট কোহলি। তাঁর সর্বাধিক স্কোর ৬৭। ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে এই রান করেন বিরাট।
চলতি আইপিএল-এই টি-২০ ফর্ম্যাটে ১৩,০০০ রান পূরণ করেছেন বিরাট কোহলি
টি-২০ ফর্ম্যাটে দ্বিতীয় দ্রুততম ১৩,০০০ রান করার নজির গড়েছেন বিরাট কোহলি। তিনি ৩৮৬-তম ইনিংসে এই নজির গড়েছেন। ৩৮১ ইনিংসে ১৩,০০০ রান করে সবার আগে ক্রিস গেইল।
এখনও পর্যন্ত মোট ৫ জন ব্যাটার টি-২০ ফর্ম্যাটে ১৩,০০০ রান পূরণ করেছেন
ক্রিস গেইল, বিরাট কোহলি ছাড়াও অ্যালেক্স হেলস, শোয়েব মালিক, কাইরন পোলার্ড টি-২০ ফর্ম্যাটে ১৩,০০০ রান পূরণ করেছেন।