RCB Pacer Yash Dayal: এবারের আইপিএল-এ (IPL 2025) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে খেলেছেন যশ দয়াল। দলকে চ্যাম্পিয়ন হতে সাহায্য করলেও, মাঠের বাইরে এই পেসারের বিরুদ্ধে মারাত্মক অভিযোগ উঠেছে।
Indian Cricketer Yash Dayal: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক তরুণীকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেছেন। কিছুদিন আগেই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) হয়ে আইপিএল (IPL 2025) জেতা পেসার যশ দয়ালের (Yash Dayal) বিরুদ্ধে এমনই মারাত্মক অভিযোগ করেছেন এক তরুণী। তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর (Uttar Pradesh Chief Minister) অনলাইন পোর্টালে অভিযোগ দায়ের করেন। এরপর মুখ্যমন্ত্রীর দফতর ইন্দিরাপুরমের (Indirapuram) সার্কেল অফিসারের কাছ থেকে এই অভিযোগের সত্যতা জানতে চায়। গাজিয়াবাদ পুূলিশকে (Ghaziabad police) ২১ জুলাইয়ের মধ্যে এই ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় স্তরের একজন ক্রিকেটারের বিরুদ্ধে এরকম অভিযোগ ঘিরে দেশজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে কঠোর শাস্তি পেতে পারেন এই ক্রিকেটার।
কী অভিযোগ এই তরুণীর?
যশের বিরুদ্ধে এই তরুণীর দায়ের করা এফআইআর-এ বলা হয়েছে, ‘এক ক্রিকেটারের সঙ্গে সঙ্গে গত পাঁচ বছর ধরে সম্পর্ক ছিল অভিযোগকারীর। ওই পুরুষ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করেছেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গে অভিযোগকারীর পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাঁর সঙ্গে স্বামীর মতোই আচরণ করতেন। এর ফলে অভিযোগকারী তাঁকে সম্পূর্ণ বিশ্বাস করেছিলেন। তিনি মানসিক ও শারীরিক নির্যাতনের প্রতিবাদ করেন। তিনি এই ক্রিকেটারের উদ্দেশ্য বুঝতে পারেন। শুধু মানসিক ও শারীরিক নির্যাতনই নয়, তাঁর কাছ থেকে জোর করে টাকাও নিয়েছেন এই ক্রিকেটার। তিনি অভিযোগকারীর আবেগের সুযোগ নিয়েছেন।’
পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ
এই তরুণী আরও জানিয়েছেন, তিনি ১৪ জুন প্রথমে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন। কিন্তু পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি। এই কারণে তিনি মুখ্যমন্ত্রীর দফতরে অভিযোগ জানাতে বাধ্য হন। যশ আরও কয়েকজন মহিলাকে একইভাবে ঠকিয়েছেন বলেও দাবি করেছেন এই তরুণী। তিনি অভিযোগের স্বপক্ষে চ্যাট রেকর্ড, স্ক্রিনশট, ভিডিও কল, ছবি পেশ করেছেন। ফলে বিপাকে পড়ে গিয়েছেন যশ।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


