IPL 2025 RCB vs CSK: এবারের আইপিএল-এ প্লে-অফের দৌড় থেকে ছিটকে গিয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। অন্যদিকে, পয়েন্ট তালিকার শীর্ষস্থানে যাওয়ার লড়াইয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)।

IPL 2025 Royal Challengers Bengaluru vs Chennai Super Kings: আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে সবচেয়ে বেশি অর্ধশতরানের রেকর্ড আগেই গড়েছেন। শনিবার চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ফের অর্ধশতরান করলেন বিরাট। দুরন্ত ব্যাটিং করলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (Royal Challengers Bengaluru) তারকা। তিনি ৩৩ বলে ৬২ রান করলেন। এই ইনিংসে ছিল পাঁচটি করে বাউন্ডারি, ওভার-বাউন্ডারি। চলতি আইপিএল-এ বিরাটের সপ্তম অর্ধশতরান হয়ে গেল। ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স দেখিয়ে চলেছেন এই তারকা। আরসিবি-র অপর ওপেনার জ্যাকব বেথেলও (Jacob Bethell) দুর্দান্ত ব্যাটিং করলেন। তিনি ৩৩ বলে ৫৫ রান করলেন। এই ব্যাটার আটটি বাউন্ডারি এবং জোড়া ওভার-বাউন্ডারি মারেন। ওপেনিং জুটিতে যোগ হয় ৯৭ রান। সেই সময় মনে হচ্ছিল বিশাল স্কোর করবে আরসিবি। কিন্তু দলের ১২১ রানের মাথায় বিরাট আউট হয়ে যাওয়ার পরেই রানের গতি কমে যায়। আরসিবি-র মিডল অর্ডার ব্যর্থ হল। ১৫ বল খেলে ১৭ রান করেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) ১৫ বল খেলে ১১ রান করেন। জিতেশ শর্মা (Jitesh Sharma) ৮ বল খেলে ৭ রান করেন। টিম ডেভিড (Tim David) ৩ বলে ২ রান করে অপরাজিত থাকেন। রোমারিও শেফার্ড (Romario Shepherd) শেষদিকে ঝড় তোলেন। তিনি ১৪ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। এই ক্যারিবিয়ান অলরাউন্ডারের জন্যই বিশাল স্কোরে পৌঁছতে পারল আরসিবি। নির্ধারিত ২০ ওভারের শেষে স্কোর ৫ উইকেটে ২১৩।

খলিল আহমেদের শোচনীয় পারফরম্যান্স

সিএসকে-র বেশিরভাগ বোলারই প্রচুর রান দিয়েছেন। তবে খলিল আহমেদ (Khaleel Ahmed) যতটা খারাপ বোলিং করেছেন, তা অন্য কেউই করেননি। ৩ ওভার বোলিং করে ৬৫ রান দেন খলিল। তাঁর জন্যই বিশাল স্কোর করল আরসিবি। সবচেয়ে ভালো বোলিং করেন মাথিসা পাথিরানা (Matheesha Pathirana)। তিনি ৪ ওভার বোলিং করে ৩৬ রান দিয়ে ৩ উইকেট নেন। ৩ ওভারে ৩৪ রান দিয়ে ১ উইকেট নেন স্যাম কারান (Sam Curran)। ৪ ওভারে ২৬ রান দিয়ে ১ উইকেট নেন নূর আহমেদ (Noor Ahmad)। ৩ ওভার বোলিং করে ২৬ রান দেন রবীন্দ্র জাডেজা (Ravindra Jadeja)। ৩ ওভারে ২৫ রান দেন অংশুল কম্বোজ (Anshul Kamboj)।

শেফার্ডের ইনিংস দেখে উচ্ছ্বসিত আরসিবি শিবির

আরসিবি-র ইনিংস শেষ হওয়ার পর বেথেল বলেছেন, ‘রোমারিওর ব্যাটিং দেখে অবিশ্বাস্য মনে হচ্ছিল। আমার মনে হয় না খুব বেশি বল ওর ব্যাটের মাঝখানে লেগেছে। কিন্তু তা সত্ত্বেও ও গ্যালারিতে বল পাঠিয়ে দিচ্ছিল। ওর শক্তির পরিচয় পাওয়া যাচ্ছিল। ওর ইনিংস দেখে খুব ভালো লাগল। ওর সঙ্গে ক্রিজের অপর প্রান্তে ছিল টিম ডেভিড। এরকম শক্তি থাকা দলের পক্ষে ভালো। আমরা নিজেদের মধ্যে কথা বলে ঠিক করেছিলাম, মাটিঘেঁষা শট খেলে যেতে হবে এবং অন্য সব বলের প্রকৃতি অনুযায়ী খেলতে হবে। আমার মনে হয়েছে, পিচে খুব বেশি বাউন্স নেই। আমি চলতি মরসুমে এর আগে এই পিচে ব্যাটিং করিনি। বিরাট আমাকে বলেছিল, নতুন বলে এই পিচে ব্যাটিং করা তুলনামূলকভাবে সহজ। আমি দেখলাম ভালো পিচ। বল খুব বেশি স্যুইং করছিল না। এর ফলে ব্যাটিং সহজ হয়ে যায়। বিরাটের সঙ্গে ব্যাটিং করতে সবসময় ভালো লাগে। দিল্লিতেও আমরা ভালোভাবে ব্যাটিং করেছি। বিরাট যেভাবে ব্যাটিং করছে, ওর সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা করছি। আজ ক্রিজে ওর সঙ্গে কিছুটা সময় কাটাতে পেরে ভালো লাগল। আমি যখন ক্রিজে যাই, তখন বলেছিলাম ২১০ রান হবে। তার চেয়ে ৩ রান বেশি হল। এতে আমি খুশি। মাঝের ওভারগুলিতে আমাদের ব্যাটিং থমকে যায়। আশা করি ওদের মাঝের ওভারের সময় আমাদের স্পিনাররাও একই কাজ করতে পারবে। রোমারিও ক্রিজে গিয়ে যেভাবে শট খেলল, তার ফলেই আমরা বড় স্কোর করতে পারলাম।’

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।