সংক্ষিপ্ত
IPL 2025, RCB vs GT: এবারের আইপিএল-এ (IPL 2025) প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। তবে বুধবার ঘরের মাঠে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে চাপে পড়ে গেল আরসিবি।
IPL 2025, Royal Challengers Bengaluru vs Gujarat Titans: নিজেদের ঘরের মাঠ এম চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএল-এর (IPL 2025) গুরুত্বপূর্ণ ম্যাচে গুজরাট টাইটানসের (Gujarat Titans) বিরুদ্ধে প্রথমে ব্যাটিং করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Royal Challengers Bengaluru)। বিরাট কোহলি (Royal Challengers Bengaluru), দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal), রজত পতিদার (Rajat Patidar), ফিল সল্টরা (Philip Salt) ব্যর্থ হলেন। শেষদিকে লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), জিতেশ শর্মা (Jitesh Sharma) ও টিম ডেভিডের (Tim David) লড়াইয়ের সুবাদে ৮ উইকেটে ১৬৯ রান করল আরসিবি। গুজরাট টাইটানসের হয়ে অসাধারণ বোলিং করলেন তারকা পেসার মহম্মদ সিরাজ। ৪ ওভার বোলিং করে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। ৪ ওভারে ২২ রান দিয়ে ২ উইকেট নিলেন সাই কিশোর। ১ উইকেট করে নিলেন প্রসিদ্ধ কৃষ্ণ, আর্শাদ খান ও ইশান্ত শর্মা। রশিদ খান ছাড়া গুজরাটের সব বোলারই ভালো পারফরম্যান্স দেখালেন।
বিরাট ব্যাটিং বিপর্যয়
এদিন দ্বিতীয় ওভারেই আউট হয়ে যান বিরাট। এই তারকা ব্যাটার ৬ বলে ৭ রান করেন। ৩ বল খেলে ৪ রান করেন পাড়িক্কল। ১৩ বলে ১৪ রান করেন সল্ট। ১২ বলে ১২ রান করেন পতিদার। ৪০ বলে ৫৪ রান করেন লিভিংস্টোন। ২১ বলে ৩৩ রান করেন জিতেশ। ক্রুণাল পান্ডিয়া করেন ৫ রান। ১৮ বলে ৩২ রান করেন ডেভিড।
ঘরের মাঠে হেরে যাবে আরসিবি?
চলতি আইপিএল-এ প্রথম দুই ম্যাচ খেলে চার পয়েন্ট নিয়ে লিগ টেবলের শীর্ষে আরসিবি। গত দুই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছেন বিরাটরা। কিন্তু বুধবার ঘরের মাঠে তাঁরা সেই পারফরম্যান্স ধরে রাখতে পারলেন না। ফলে এই ম্যাচে আরসিবি-র পক্ষে জয় পাওয়া কঠিন। অ্যাওয়ে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স দেখালেন সিরাজ, সাই কিশোররা। ফলে এই ম্যাচ জিতে ভালো জায়গায় পৌঁছে যেতে পারে গুজরাট।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।