Virat Kohli: আইপিএল-এর (IPL 2025) ইতিহাসে সবচেয়ে বেশি রান করেছেন বিরাট কোহলি। এবারের আইপিএল-এও অসাধারণ ব্যাটিং করছেন এই তারকা। তিনি অধরা আইপিএল খেতাব জিততে মরিয়া।

IPL 2025 Royal Challengers Bengaluru vs Rajasthan Royals: বিরাট কোহলি (Virat Kohli) যেদিন ফর্মে থাকেন, সেদিন তাঁর দলকে আর বড় স্কোর নিয়ে চিন্তা করতে হয় না। বৃহস্পতিবার আইপিএল-এর (IPL 2025) ম্যাচে রাজস্থান রয়্যালসের (Rajasthan Royals) বিরুদ্ধে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুুরুকেও (Royal Challengers Bengaluru) চিন্তা করতে হল না। বিরাটের পাশাপাশি ভালো ব্যাটিং করলেন দেবদত্ত পাড়িক্কল (Devdutt Padikkal)। এই দুই ব্যাটারের অর্ধশতরানের সুবাদে ২০০ রান পেরিয়ে গেল আরসিবি। চিন্নাস্বামীতে রাজস্থানের ব্যাটারদের পক্ষে এই টার্গেট তাড়া করে দলকে জয় এনে দেওয়া কঠিন। ফলে চলতি আইপিএল-এ ষষ্ঠ ম্যাচে জয় পেতে চলেছে আরসিবি। এই ম্যাচে জয় পেলে প্লে-অফের যোগ্যতা অর্জনের দিকে আরও একধাপ এগিয়ে যাবেন বিরাটরা।

রাজস্থানের টার্গেট ২০৬

এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ (Riyan Parag)। তাঁর দলের বোলাররা অবশ্য এই সিদ্ধান্তের যোগ্য মর্যাদা দিতে পারেননি। প্রথমে ব্যাটিং করতে নেমে ৫ উইকেটে ২০৫ রান করল আরসিবি। ওপেনার বিরাট ৪২ বলে ৭০ রান করেন। তিনি ৮টি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। অপর ওপেনার ফিলিপ সল্ট (Philip Salt) ২৩ বলে ২৬ রান করেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে দেবদত্ত পাড়িক্কল (Philip Salt) ২৭ বলে ৫০ রান করেন। তিনি ৪টি বাউন্ডারি ও ৩টি ওভার-বাউন্ডারি মারেন। টিম ডেভিড (Tim David) ১৫ বলে ২৩ রান করেন। অধিনায়ক রজত পতিদার (Rajat Patidar) অবশ্য ভালো ব্যাটিং করতে পারেননি। তিনি ৩ বল খেলে ১ রান করেন। ১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন জিতেশ শর্মা (Jitesh Sharma)।

সন্দীপ শর্মার জোড়া উইকেট

রাজস্থানের কোনও বোলারই ভালো পারফরম্যান্স দেখাতে পারেননি। জোড়া উইকেট নেন সন্দীপ শর্মা (Sandeep Sharma)। তবে তিনি ৪৫ রান দেন। বোলারদের ব্যর্থতার পর ম্যাচ জিততে হলে রাজস্থানের ব্যাটারদের দক্ষতার শীর্ষে পৌঁছতে হবে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।