IPL 2025 Update: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) চলাকালীন ভারতীয় দল বাড়তি সুবিধা পাচ্ছে বলে অভিযোগ উঠেছিল। এবার আইপিএল-এ (IPL 2025) একটি দলের ক্ষেত্রে একই ঘটনা দেখা যাচ্ছে।

IPL 2025: আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ (ICC Champions Trophy 2025) চলাকালীন ভারতীয় দল অন্যায্য সুবিধা পাচ্ছে বলে অভিযোগ করেছিলেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins)। তিনি অবশ্য সেই টুর্নামেন্টে খেলেননি। তবে এবারের আইপিএল-এ (IPL 2025) সানরাইজার্স হায়দরাবাদের (Sunrisers Hyderabad) অধিনায়ক হিসেবে খেলছেন কামিন্স। ঘটনাচক্রে তিনি কিছুদিন আগে ভারতীয় দলের বিরুদ্ধে যে অভিযোগ এনেছিলেন, এবার তাঁর দলের বিরুদ্ধে সেই একই অভিযোগ উঠতে পারে। কারণ, আইপিএল ২০২৫-এর সূচি অনুযায়ী সানরাইজার্স হায়দরাবাদ দলকেই সবচেয়ে কম বিমানযাত্রার ধকল সহ্য করতে হবে। অন্য দলগুলিকে বেশি বিমানযাত্রা করতে হবে। আইপিএল-এর সূচি অনুযায়ী সেটাই হতে চলেছে। এখন অবশ্য বাড়তি সুবিধা নিতে কামিন্সের কোনও সমস্যা নেই। তিনি একবারও বলছেন না সূচি বদল করা উচিত।

ক্লান্ত হয়ে পড়তে পারেন বিরাট কোহলিরা

আইপিএল ২০২৫-এর সূচি অনুযায়ী, বিরাট কোহলি ও তাঁর ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সতীর্থদের সবচেয়ে বেশি বিমানযাত্রা করতে হবে। লিগ পর্বের ম্যাচগুলির জন্য বিরাটদের মোট ১৭,০৮৪ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। সবচেয়ে কম যাত্রা করতে হবে কামিন্সদের। তাঁরা লি পর্যায়ের ম্যাচগুলি খেলার জন্য ৮,৫৩৬ কিলোমিটার পথ যাতায়াত করবেন। কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ১৩,৫৩৭ কিলোমিটার পথ পাড়ি দিতে হবে। শনিবার ইডেন গার্ডেন্সে প্রথম ম্যাচ খেলবেন অজিঙ্কা রাহানে, ভেঙ্কটেশ আইয়াররা। তারপর তাঁদের দেশের বিভিন্ন শহরে যাতায়াত করতে হবে। সেই তুলনায় লখনউ সুপার জায়ান্টসের ক্রিকেটারদের অনেক কম পথ যাতায়াত করতে হবে। ঋষভ পন্থদের লিগ পর্যায়ে ৯,৭৪৭ কিলোমিটার পথে যাতায়াত করতে হবে।

১৩ শহর মিলিয়ে আইপিএল ২০২৫

আইপিএল ২০২৫-এর সূচি অনুযায়ী ১৩টি শহরে ১০টি ফ্র্যাঞ্চাইজির ম্যাচ হবে। কয়েকটি ফ্র্যাঞ্চাইজির একাধিক হোম গ্রাউন্ড রয়েছে। সেখানে ঘুরিয়ে-ফিরিয়ে ম্যাচ হবে। এই কারণেই বিভিন্ন দলের যাতায়াতের হিসেবে তারতম্য রয়েছে। বিরাটদের যত পথ যাতায়াত করতে হবে, কামিন্সরা তার অর্ধেক দূরত্ব পাড়ি দেবেন।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।