আইপিএল ২০২৬: আবু ধাবিতে এবার নিলামের আগে জারি নতুন নিয়ম, শুরু বিতর্ক
IPL 2026 Auction: মঙ্গলবার দুপুরে সংযুক্ত আরব আমিরশাহির (United Arab Emirates) আবু ধাবিতে (Abu Dhabi) হতে চলেছে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম। এই নিলামের আগে নতুন নিয়ম জারি করেছে বিসিসিআই (BCCI)। এই নিয়ম নিয়ে বিতর্ক তৈরি হয়েছে।

মঙ্গলবার আবু ধাবিতে আইপিএল ২০২৬-এর মিনি নিলাম, তার আগেই শুরু বিতর্ক
আইপিএল নিলামের নিয়ম নিয়ে বিতর্ক
মঙ্গলবার সংযুক্ত আরব আমিরশাহির আবু ধাবিতে আইপিএল ২০২৬-এর মিনি নিলামের আগে নিয়মে বড় বদল করা হয়েছে। এই নতুন নিয়ম নিয়ে ক্রিকেটপ্রেমীদের মধ্যে বিতর্ক তৈরি হয়েছে। নতুন নিয়ম চালু হওয়ার ফলে আদৌ কোনও লাভ হবে কি না, তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। তবে নিলাম শুরু হওয়ার আগে নতুন নিয়মের বিষয়ে নির্দিষ্টভাবে কিছু বলা যাবে না।
KNOW
এবারের আইপিএল নিলামে কোনও বিদেশি ক্রিকেটার ১৮ কোটি টাকার বেশি পাবেন না!
বিদেশি ক্রিকেটার পাবেন সর্বাধিক ১৮ কোটি টাকা
এবারের আইপিএল নিলামের আগে রিটেনশনের সময় ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সর্বাধিক ২১ কোটি টাকা পেয়েছেন রয়্যাল চ্যাসেঞ্জার্স বেঙ্গালুরুর তারকা বিরাট কোহলি। মঙ্গলবার মিনি নিলামে কোনও বিদেশি ক্রিকেটারেরক দর যদি ১৮ কোটি টাকার বেশিও হয়, তাহলেও তিনি সর্বাধিক ১৮ কোটি টাকাই পাবেন। বাকি টাকা বিসিসিআই-এর কাছে গচ্ছিত থাকবে। ভারতীয় ক্রিকেটারদের কল্যাণে সেই অর্থ ব্যয় করা হবে।
আইপিএল নিলামে ভারতীয় ক্রিকেটারদের মধ্যে যিনি সর্বাধিক অর্থ পাবেন, বিদেশিরা তার চেয়ে বেশি টাকা পাবেন না
ভারতীয় ক্রিকেটাররাই সবচেয়ে বেশি টাকা পাবেন
আইপিএল নিলামের নতুন নিয়ম অনুযায়ী, কোনও ভারতীয় ক্রিকেটার সবচেয়ে বেশি যে দর পাবেন, কোনও বিদেশি ক্রিকেটার তার চেয়ে বেশি অর্থ পাবেন না। গত মরসুমের আইপিএল-এর মেগা নিলামে সবচেয়ে বেশি দর পেয়েছিলেন ঋষভ পন্থ। তাঁর দর ছিল ২৭ কোটি টাকা। এবার যদি কোনও বিদেশি ক্রিকেটারের দর ৩০ কোটি টাকা হয়, তাহলেও তিনি ২৭ কোটি টাকা পাবেন। বাকি টাকা বিসিসিআই-এর কাছে গচ্ছিত থাকবে।
বিসিসিআই-এর নতুন নিয়মে বিদেশি ক্রিকেটাররা অসন্তুষ্ট হতে পারেন বলে জল্পনা চলছে
বিদেশি ক্রিকেটাররা অখুশি হবেন?
ক্রিকেট মহলে জল্পনা চলছে, যে বিদেশি ক্রিকেটাররা আইপিএল নিলামে নাম নথিভুক্ত করেছেন, তাঁরা বিসিসিআই-এর নতুন নিয়মে অসন্তুষ্ট হতে পারেন। কারণ, তাঁরা ভারতীয় ক্রিকেটারদের চেয়ে কোনওভাবেই বেশি টাকা পাবেন না। অতীতে দেখা গিয়েছে, আইপিএল নিলামে ভারতীয় ক্রিকেটারদের চেয়ে বেশি অর্থ পেয়েছেন বিদেশি ক্রিকেটাররা। কিন্তু এবার আর সেটা হচ্ছে না। এই কারণেই বিতর্ক তৈরি হয়েছে।
আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলির পরামর্শেই নিলামের আগে নতুন নিয়ম জারি করেছে বিসিসিআই
বিদেশি ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখতে চায় ফ্র্যাঞ্চাইজিগুলি
বিসিসিআই সূত্রে জানা গিয়েছে, আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলিই বিদেশি ক্রিকেটারদের নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মে বদল করার অনুরোধ জানিয়েছিল। কারণ, অনেক বিদেশি ক্রিকেটারই বেশি অর্থ পাওয়ার লক্ষ্যে এবারের আইপিএল-এর মিনি নিলামে নাম লিখিয়েছেন। তাঁরা যাতে মাত্রাতিরিক্ত অর্থ না পান, সেটা নিশ্চিত করতে চাইছেন ফ্র্যাঞ্চাইজির কর্ণধাররা।
এবার থেকে আইপিএল-এ বিদেশি ক্রিকেটারদের জন্য কঠোর নিয়ম চালু করেছে বিসিসিআই
বিদেশি ক্রিকেটারদের জন্য কঠোর নিয়ম
বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, বিদেশি ক্রিকেটাররা যাতে কৌশলে আইপিএল নিলাম থেকে বেশি অর্থ রোজগার করতে না পারেন, তা নিশ্চিত করা হচ্ছে। কোনও বিদেশি ক্রিকেটার যদি আইপিএল নিলামে নাম নথিভুক্ত করার পরেও নাম প্রত্যাহার করে নেন, তাহলে তিনি দু'বছরের জন্য নির্বাসিত হবেন। কোনও বিদেশি ক্রিকেটার যদি আইপিএল-এর মেগা নিলামে যোগ না দেন, তাহলে তাঁকে মিনি নিলামে যোগ দিতে দেওয়া হবে না।

