সংক্ষিপ্ত

কলকাতার প্রথম পিক। 

রবির নিলামে কলকাতা নাইট রাইডার্সের প্রথম পিক। ভেঙ্কটেশ আইয়ারকে রেকর্ড অর্থ দিয়ে কিনল কলকাতা, খরচ করল ২৩.৭৫ কোটি টাকা। 

এমনিতেই আইপিএল-এর মেগা নিলামে বেশ কয়েকজন ভারতীয় ক্রিকেটারের দিকে বাড়তি নজর ছিল। আর তাদের মধ্যে অন্যতম ছিলেন মধ্যপ্রদেশের অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ার। তিনি আবার নাইটদের প্রাক্তন সদস্যও বটে।

কারণ, তৃতীয় আইপিএল ট্রফি জয়ের নেপথ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন ভেঙ্কি। কেকেআর যদিও তাঁকে রিটেইন করেনি। কিন্তু তাঁকে ঘিরে অকশনে দুরন্ত লড়াই চোখে পড়ল। লখনউ সুপার জায়ান্টসও এন ভেঙ্কটেশকে ফেরাতে মরিয়া ছিল। কিন্তু আরসিবি আবার লড়াইতে চলে এল ৮ কোটি দর নিয়ে।

তবে লড়াই ছাড়েনি নাইটরা। কেকেআর দর হাঁকতেই ফের দ্রুত জবাব দিল আরসিবি। তাদেরও দরকার ছিল একজন ভালো অলরাউন্ডার। তাই ১৭ কোটি টাকা ছুঁল ভেঙ্কটেশের দর। এরপর কেকেআর ১৯.২৫ কোটি টাকা বলতেই কিছুটা থামল নিলাম। তবে আবার আরসিবি দর হাঁকাল।

সেখানেই শেষ নয়। ফের ২১ কোটি দর হাঁকাল কেকেআর। আরসিবি তখনও লড়াইতে আছে। কলকাতা যেন এদিন মরিয়া ছিল ভেঙ্কটেশকে ঘরে ফেরাতে। শেষপর্যন্ত, কেকেআর ভেঙ্কটেশকে দলে নিল ২৩.৭৫ কোটি টাকায়। বলা যেতে পারে, রেকর্ড অর্থের বিনিময়ে তাঁকে কিনলেন বেঙ্কি মাইসোররা।

অন্যদিকে, ৯ কোটি ৭৫ লক্ষ টাকায় চেন্নাই সুপার কিংস কিনল রবিচন্দ্রন অশ্বিনকে। ১১ কোটি টাকায় অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিসকে দলে নিল পাঞ্জাব কিংস। অজি অলরাউন্ডার মিচেল মার্শকে ৩ কোটি ৪০ লক্ষ টাকায় কিনল লখনউ সুপার জায়ান্টস। ওদিকে গ্লেন ম্যাক্সওয়েলকে ৪ কোটি ২০ লক্ষ টাকায় কিনল পাঞ্জাব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।