IPL Final 2025: বৃষ্টির দাপটে কি ভেস্তে যাবে আইপিএল ফাইনাল? জল্পনা তুঙ্গে।
IPL Final 2025: বিসিসিআই জানিয়েছিল, আইপিএল ফাইনালের দিন কলকাতায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই ম্যাচ সরিয়ে আহমেদাবাদে পাঠানো হয়েছে (royal challengers bengaluru vs punjab kings)।
খারাপ আবহাওয়ার পূর্বাভাস পেয়েই ফাইনাল ম্যাচটি আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে সরিয়ে নিয়ে যায় ভারতীয় ক্রিকেট বোর্ড। কিন্তু উল্টে সেখানে এবার বৃষ্টি শুরু হয়েছে। আহমেদাবাদের আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, মঙ্গলবার সেখানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা আইপিএল ফাইনালে কিছুটা বিঘ্ন ঘটাতে পারে।
কী বলছে আবহাওয়া দফতর?
আহমেদাবাদ আবহাওয়া দফতরের ডিরেক্টর অরুণকুমার দাসানে জানিয়েছেন, “হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আহমেদাবাদ এবং তার পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি হতে পারে। অন্যদিকে, এদিন তাপমাত্রা থাকবে ৩৭ ডিগ্রি সেলসিয়াস এবং আকাশ বেশ মেঘলা থাকার সম্ভাবন্যা রয়েছে।”
হাইভোল্টেজ লড়াই, যেখানে মুখোমুখি দুই যুযুধান প্রতিপক্ষ (ipl final teams 2025)। মঙ্গলবার, আহমেদাবাদের নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বের অন্যতম মেগা টি-২০ ক্রিকেট লিগ আইপিএল-এর ফাইনালে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Punjab Kings vs Royal Challengers Bangalore)। নিঃসন্দেহে টানটান উত্তেজনার ক্রিকেট অপেক্ষা করে রয়েছে। বলা চলে, আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই যেন ক্রিকেটের মহারণ অনুষ্ঠিত হবে। কার্যত, ২২ গজে অপেক্ষা করে রয়েছে ধুন্ধুমার লড়াই (royal challengers bengaluru vs punjab kings)।
খেলা শুরু হবে সন্ধ্যা ৭.৩০ মিনিট থেকে এবং টস হবে ঠিক আধ ঘণ্টা আগে, অর্থাৎ ৭ টায়। অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, সেই সময় বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৫%। যা পরের দিকে কমে গিয়ে ২%-তে দাঁড়াবে।
সেইজন্য বৃষ্টির কথা মাথায় রেখে ১২০ মিনিট অতিরিক্ত সময় রাখা হয়েছে ম্যাচটি শেষ করার জন্য। তাছাড়া মঙ্গলবার, কোনওভাবেই খেলা শুরু করা না গেলে রয়েছে রিজ়ার্ভ ডে। একমাত্র ফাইনালের জন্যই এই বাড়তি একটি দিন বরাদ্দ করেছে বিসিসিআই। আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, বুধবার একেবারেই অহমদাবাদে বৃষ্টির সম্ভাবনা নেই। যা ভালো খবর দুটি দলের জন্য।
তবে দ্বিতীয় দিনও যদি বৃষ্টির জন্য খেলা না হয়, তাহলে আবার বাড়তি সুবিধা পাবে লিগ পর্বে এগিয়ে থাকা দল। সেই হিসেবে ট্রফি উঠবে পাঞ্জাব কিংসের হাতে। কারণ, পয়েন্টস টেবিলে শ্রেয়স আইয়াররা ছিলেন একেবারে শীর্ষে। ঠিক তারপরেই ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।
অন্যদিকে, দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচটিও বৃষ্টির কারণে, ২ ঘণ্টা ১৫ মিনিট পরে শুরু হয়েছিল। এক্ষেত্রে যা খবর, ফাইনালেও তেমন কিছু হতে পারে। আহমেদাবাদের আবহাওয়া দফতর সূত্রে যেন সেইরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।