- Home
- Sports
- Cricket
- IPL Mega Auction PBKS: রেকর্ড অর্থের বিনিময়ে শ্রেয়স এবার পাঞ্জাবে, দেখে নিন কিংসদের পুরো দল
IPL Mega Auction PBKS: রেকর্ড অর্থের বিনিময়ে শ্রেয়স এবার পাঞ্জাবে, দেখে নিন কিংসদের পুরো দল
আইপিএল নিলাম শেষ হওয়ার পর অন্যতম একটি শক্তিশালী দল হিসেবে মনে করা হচ্ছে পাঞ্জাবকে। কারণ, বিপুল পরিমাণ অর্থ খরচ করেছে তারা।
110

Image Credit : Getty
রেকর্ড অর্থের বিনিময়ে শ্রেয়স আইয়ারকে কিনেছে পাঞ্জাব কিংস
২৬.৭৫ কোটি টাকায় এই ভারতীয় তারকাকে দলে নিয়েছে তারা।
210
Image Credit : Twitter
ভারতীয় স্পিনার যুযুবেন্দ্র চাহাল এবার পাঞ্জাবে
তাঁকে ১৮ কোটি টাকা দিয়ে কিনেছে কিংস ম্যানেজমেন্ট।
310
Image Credit : Getty
আর্শদীপ সিংকেও ১৮ কোটি দিয়ে কিনেছে পাঞ্জাব কিংস
নিজের চেনা মাঠে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন তিনি।
410
Image Credit : Social media
অজি তারকা মার্কাস স্টয়নিস
তাঁকে ১১ কোটি টাকার বিনিময়ে দলে নিল পাঞ্জাব কিংস।
510
Image Credit : Twitter
অস্ট্রেলিয়ান অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল
তাঁকে ৪.২০ কোটি টাকাতে কিনেছে পাঞ্জাব।
610
Image Credit : ICC Twitter
লকি ফার্গুসনকে ২ কোটি টাকাতে কিনেছে পাঞ্জাব
তিনি এবার মাঠে নামবেন কিংসদের জার্সিতে।
710
Image Credit : Getty
আফগান তারকা আজমাতুল্লাহ ওমারজাই
তাঁকে পাঞ্জাব ২.৪০ কোটি টাকা দিয়ে।
810
Image Credit : SOCIAL MEDIA
মুশির খান এলেন পাঞ্জাবে
তাঁকে ৩০ লক্ষ টাকায় কিনেছে কিংস টিম ম্যানেজমেন্ট।
910
Image Credit : Asianet News
এছাড়াও একাধিক ক্রিকেটারকে এবার দএল নিয়েছে পাঞ্জাব কিংস
নেহাল ওয়াধেরাঃ ৪.২০ কোটি
হরপ্রীত ব্রারঃ ১.৫০ কোটি
মার্কো জানসেনঃ ৭ কোটি
প্রিয়াংশ আর্যঃ ৩.৮০ কোটি
জশ ইংলিশঃ ২.৬০ কোটি
জেভিয়ার বার্টলেটঃ ৮০ লক্ষ
কুলদীপ সেনঃ ৮০ লক্ষ
পিলা অবিনাশঃ ৩০ লক্ষ
1010
Image Credit : Social Media
অ্যারন হার্ডিঃ ১.২৫ কোটি
সূর্যাংশ শেডগেঃ ৩০ লক্ষ
হারনুর পান্নুঃ ৩০ লক্ষ
প্রবীণ দুবেঃ ৩০ লক্ষ
বিষ্ণু বিনোদঃ ৯৫ লক্ষ
ভিশাক বিজয়কুমারঃ ১.৮০ কোটি
যশ ঠাকুরঃ ১.৮০ কোটি
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
Latest Videos