IPL Tickets: আইপিএল ম্যাচ ছাড়াও ক্যাসিনো, লটারি, বাজি, ঘোড়দৌড় এবং অনলাইন মানি গেমের উপরেও জিএসটি-র হার বাড়ানো হবে।

IPL Tickets: আসন্ন আইপিএল মরশুমে, স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখতে হলে দর্শকদের বাড়তি কড়ি ফেলতে হবে (IPL ticket price hike)। ফলে, বিষয়টি আরও ব্যয়বহুল হয়ে দাঁড়াচ্ছে। আইপিএল-এর টিকিট সহ বিভিন্ন বিনোদন অনুষ্ঠানের উপর ৪০% জিএসটি আরোপ করা হয়েছে।আইপিএল ম্যাচ ছাড়াও ক্যাসিনো, লটারি, বাজি, ঘোড়দৌড় এবং অনলাইন মানি গেমের উপরেও জিএসটি-র হার বাড়ানো হবে (gst council meeting new gst rates)।

জিএসটি স্ল্যাবের ক্ষেত্রে এই পরিবর্তনটি আনা হয়েছে

অর্থাৎ, নতুন জিএসটি স্ল্যাব অনুযায়ী, ‘বিলাসবহুল কর' আগামী ২২ সেপ্টেম্বর থেকে কার্যকর করা হবে। আইপিএল ম্যাচের উপর আগে ২৮% জিএসটি চাপানো ছিল। তবে বুধবার, ৫৬তম জিএসটি কাউন্সিলের বৈঠকে জিএসটি স্ল্যাবের ক্ষেত্রে এই পরিবর্তনটি আনা হয়েছে।

নতুন জিএসটি তালিকা অনুযায়ী, ১২-২৮% স্ল্যাব বাদ দেওয়ার ফলে, বেশিরভাগ পণ্য এবং পরিষেবার দাম কমানো হবে। সেইসঙ্গে, ১৭৫টি নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দামও কমতে চলেছে। এছাড়া ৭৫টি প্রোডাক্টের দাম কমার ফলে, কৃষি, স্বাস্থ্য, টেক্সটাইল, সার, অটোমোটিভ এবং বীমা, ইত্যাদি মোট আটটি ক্ষেত্রে বড় সুবিধা হবে। স্বাস্থ্য বীমার উপর কর না থাকার জেরে, প্রিমিয়ামের পরিমাণ অনেকটাই কমে যাবে। 

আইপিএল-এর টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে

তবে দাম বাড়ছে আইপিএল-এর টিকিটের। প্রতি বছরই মেগা টি-২০ ক্রিকেট প্রতিযোগিতা আইপিএল-এর ২ মাস দারুণভাবেই ক্রিকেট উপভোগ করে থাকেন ক্রিকেটপ্রেমীরা। প্রতিটি স্টেডিয়াম কার্যত, কানায় কানায় পূর্ণ থাকে। কিন্তু পরের বছর থেকে আইপিএল-এর ম্যাচ মাঠে গিয়ে দেখতে হলে, আরও বেশি টাকা খরচ করতে হবে। বুধবার, জিএসটি-র যে নতুন পরিকাঠামো ঘোষণা করা হয়েছে, সেখানে দেখা যাচ্ছে যে, আইপিএল-এর টিকিটের দাম বৃদ্ধি পাচ্ছে।

প্রসঙ্গত, আগে আইপিএল-এর টিকিট কাটতে গেলে ২৮% জিএসটি দিতে হত। কিন্তু এবার থেকে মোট ৪০% জিএসটি দিতে হবে। অর্থাৎ, প্রায় ১২% বৃদ্ধি। দেখা যাচ্ছে, জিএসটি পরিকাঠামোর একেবারে সর্বোচ্চ ধাপে রাখা হয়েছে আইপিএল-এর টিকিটকে। কারণ, কেন্দ্রীয় সরকার আইপিএল-এর ম্যাচকে আদতে ব্যয়বহুল একটি বিনোদন হিসেবেই বিচার করছে। তাই এক্ষেত্রে ট্যাক্সের পরিমাণ অনেকটাই বেশি।

উদাহরণস্বরূপ বলা যায়, আইপিএল-এর কোনও ম্যাচের টিকিটের দাম যদি ১০০০ টাকা হয়। তাহলে আগে কর যুক্ত করে দিতে হত মোট ১২৮০ টাকা। কিন্তু এবার থেকে সেটাই ১৪০০ টাকা দিতে হবে। কিন্তু এই নিয়ম শুধু আইপিএল-এর মতো প্রিমিয়াম খেলার জন্য প্রযোজ্য। সাধারণ কোনও ক্রিকেট ম্যাচ, অর্থাৎ টেস্ট বা একদিনের ম্যাচের টিকিটে ১৮% জিএসটিই বরাদ্দ রাখা হয়েছে। সেক্ষেত্রে কোনও পরিবর্তন করা হয়নি।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।