Irfan Pathan: ভারতীয় দল থেকে তাঁর বাদ পড়ার পিছনে এমএস ধোনির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান।
Irfan Pathan: ২০০৯ সালের নিউজিল্যান্ড সফরে কোচ গ্যারি কার্স্টেনের সঙ্গে কথোপকথনের সময় এই তথ্য জানতে পেরেছিলেন বলেও দাবি করেছেন ইরফান পাঠান। ভারতীয় ক্রিকেট দল থেকে তাঁর বাদ পড়ার পিছনে প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির হাত রয়েছে বলে অভিযোগ করেছেন প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠান। গত ২০০৮ সালে, টেস্ট দল থেকে বাদ পড়ার পর, সেই বছরেরই শেষদিকে একদিনের দল থেকেও বাদ পড়েন ইরফান।
এরপর তিন বছর পর, ২০১২ সালে আবারও একদিনের দলে ফিরে আসেন। তবে মাত্র ১২টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। ভুবনেশ্বর কুমার এবং ইশান্ত শর্মা দলে জায়গা পাকা করার ফলে, দলের বাইরে চলে যান ইরফান। তারপর ২০২০ সালে, ক্রিকেট থেকে অবসর নেন এই তারকা।
নিউজিল্যান্ড সফরের সময় এই ঘটনাটি ঘটে
গত ২০০৯ সালে, ধোনি তাঁকে দল থেকে বাদ দিয়েছিলেন বলে একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে জানিয়েছেন ইরফান পাঠান নিজেই। সেই ২০০৯ সালের নিউজিল্যান্ড সফরের সময় এই ঘটনাটি ঘটে। তবে তার ঠিক আগে, শ্রীলঙ্কা সফরে গিয়ে তিনি এবং তাঁর ভাই ইউসুফ পাঠান মিলে দলকে কার্যত, অবিশ্বাস্য জয়ে পৌঁছে দিয়েছিলেন।
তবে তাঁর জায়গায় অন্য কেউ থাকলে হয়ত, এক বছরের জন্য হলেও ভারতীয় দল থেকে বাদ পড়তেন না। কিন্তু পরবর্তী নিউজিল্যান্ড সফরে একটি ম্যাচেও তাঁকে সুযোগ দেওয়া হয়নি বলে অভিযোগ তাঁর। আর এই বিষয়টি নিয়ে কোচ গ্যারি কার্স্টেনকে দুটি প্রশ্ন করেছিলেন তিনি।
কার্স্টেনের প্রথম উত্তর ছিল, আসলে কিছু বিষয় তাঁর নিয়ন্ত্রণে নেই। এরপর তিনি যখন জানতে চান, তাহলে কার নিয়ন্ত্রণে রয়েছে এই বিষয়টি? তবে সেক্ষেত্রে তিনি কোনও উত্তর দেননি। কিন্তু ইরফান পাঠান বুঝতে পারেন যে, পুরো বিষয়টি আসলে ধোনির নিয়ন্ত্রণেই ছিল। ক্রিকেটার নির্বাচন তো অবশ্যই অধিনায়কের এক্তিয়ারের মধ্যে পড়ে বলেই মন্তব্য করেছেন তিনি।
সব অধিনায়কেরই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার নিজস্ব এবং আলাদা পদ্ধতি থাকে
তবে বিষয়টিকে ভুল বা ঠিক, কোনওটাই বলছেন না তিনি। আসলে সব অধিনায়কেরই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার নিজস্ব এবং আলাদা পদ্ধতি থাকে। দ্বিতীয়ত, কার্স্টেন বলেছিলেন যে, সেই সময় ভারতীয় দলের একজন ব্যাটিং অলরাউন্ডারের প্রয়োজন ছিল। ইউসুফ ব্যাটিং অলরাউন্ডার এবং তিনি বোলিং অলরাউন্ডার। বর্তমান সময়ে যেকোনও দল ব্যাটিং অলরাউন্ডার এবং বোলিং অলরাউন্ডার দুজনকেই একসঙ্গে তালিকায় রাখত বলে মন্তব্য করেছেন ইরফান।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

