Palestine flag: জম্মু ও কাশ্মীরে (Jammu and Kashmir) স্থানীয় ক্রিকেট ম্যাচ চলাকালীন এক ব্যাটারের হেলমেটে প্যালেস্টাইনের পতাকা থাকা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। সংশ্লিষ্ট ক্রিকেটারকে তলব করেছে পুলিশ। ওই ক্রিকেট ম্যাচের আয়োজককেও তলব করা হয়েছে।

DID YOU
KNOW
?
প্যালেস্টাইন-বিতর্ক
জম্মু ও কাশ্মীরে স্থানীয় এক ক্রিকেট লিগের ম্যাচ চলাকালীন প্যালেস্টাইনের পতাকা প্রদর্শন ঘিরে বিতর্ক।

Jammu and Kashmir Police: জম্মু ও কাশ্মীরে এক ক্রিকেট ম্যাচ চলাকালীন এক ক্রিকেটারের হেলমেটে প্যালেস্টাইনের পতাকা (Palestine Flag) নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার, ১ জানুয়ারি জম্মু অ্যান্ড কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগের (Jammu and Kashmir Champions League) ম্যাচ চলাকালীন এই ঘটনা ঘটেছে। সংশ্লিষ্ট ক্রিকেটারের নাম ফুরকান ভাট (Furqan Bhat)। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে পুলিশ। এই লিগের আয়োজক জাহিদ ভাটকেও তলব করেছে পুলিশ। জম্মু ও কাশ্মীর পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ‘ম্যাচ চলাকালীন এই পতাকা ব্যবহার করার পিছনে কী উদ্দেশ্য ছিল, তা জানার জন্য ওই খেলোয়াড়কে ডাকা হয়েছে।’ এই লিগের আয়োজকদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।

লিগ থেকে নির্বাসিত ফুরকান

প্যালেস্টাইনের পতাকা প্রদর্শন করার জন্য ফুরকানকে জম্মু অ্যান্ড কাশ্মীর চ্যাম্পিয়ন্স লিগ থেকে নির্বাসিত করা হয়েছে। পুরো লিগ নিয়েই প্রশ্ন উঠে গিয়েছে। এই লিগের অন্য কোনও ম্যাচে এই ধরনের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ। লিগের বাকি ম্যাচগুলি হবে কি না, সে বিষয়ে সংশয় রয়েছে। যে ব্যক্তি এই ম্যাচের জন্য মাঠ দিয়েছেন, তাঁর বিষয়েও খোঁজ নিচ্ছে পুলিশ

Scroll to load tweet…

খেলার মাঠে রাজনীতি

অনেকেই খেলার মাঠকে রাজনীতিমুক্ত রাখার কথা বলেন। কিন্তু বাস্তবে তা হয় না। জম্মুূ ও কাশ্মীরের এই ঘটনায় তা ফের দেখা গেল। এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক অবশ্য জানিয়েছেন, ‘পুলিশ এই ঘটনার তদন্ত চালাচ্ছে। সব ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ সম্পূর্ণ হওয়ার পর এবং সব তথ্য-প্রমাণ খতিয়ে দেখার পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’ এই ঘটনাকে কেন্দ্র করে যাতে উপত্যকায় উত্তেজনা তৈরি না হয়, সে বিষয়ে সতর্ক পুলিশ। সবাইকে গুজব ছড়াতে বারণ করা হয়েছে। তদন্ত শেষ হওয়ার পরেই এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছে পুলিশ

Scroll to load tweet…

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।