সংক্ষিপ্ত

চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা যাচ্ছে।

কারণ, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ টেস্টে চোট পাওয়ার পর, বুমরাকে বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ফলে, চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর অংশগ্রহণ কার্যত অনিশ্চিত হয়ে পড়েছে।

যদিও গত সপ্তাহে অস্ট্রেলিয়া থেকে ফিরে বুমরা আগামী সপ্তাহে বেঙ্গালুরুর সেন্টার অফ এক্সেলেন্সে চিকিৎসা করাবেন বলে জানা গেছে। কিন্তু ঠিক কতদিন পর্যন্ত তাঁকে সেখানে থাকতে হবে, তা এখনই বলা যাচ্ছে না বলে সূত্রের খবর। আহত পেশী সুস্থ করতে এবং ফোলা কমাতে বুমরাকে টানা বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তাই বুমরা আবার কবে মাঠে নেমে খেলতে পারবেন, তা বলা যাচ্ছে না। তাছাড়া চোটের সঠিক কারণ এখনও স্পষ্ট নয়, তবে আঘাত গুরুতর নয় বলেই জানা গেছে।

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে। বুমরার চোট থেকে সেরে উঠতে ঠিক কত সময় লাগবে, তা যদিও এখনও স্পষ্ট নয়। তাই তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে রাখা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টে খেলতে গিয়ে বুমরা চোট পান। সিডনিতে অনুষ্ঠিত শেষ টেস্টের প্রথম ইনিংসে মাত্র ১০ ওভার বোলিং করার পর, দ্বিতীয় ইনিংসে আর বোলিংই করতে পারেননি তিনি। 

কিন্তু আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যশপ্রীত বুমরা একান্তই না খেললে, এটি ভারতের জন্য বড় ধাক্কা বলেই মনে করছেন অনেকে। গত ২০২৩ সালের একদিনের বিশ্বকাপের পর চোটের জেরে দল থেকে ছিটকে যাওয়া পেসার মহম্মদ শামি এবার বুমরার বিকল্প হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফি দলে সুযোগ পেতে পারেন বলে ধারণা ওয়াকিবহাল মহলের।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।