সংক্ষিপ্ত

KKR vs MI Live Updates: কেকেআর (KKR) ব্যাটিং লাইন-আপে ভয়ানক বিপর্যয়। তাসের ঘরের মতো ভেঙে পড়ল। 

KKR vs MI Live Updates: এ যেন ভয়াবহ বিপর্যয়। চলতি প্রতিযোগিতার অন্যতম সেরা একটি ম্যাচ হতে পারত এটি। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সোমবার, আইপিএলে (IPL 2025) মুখোমুখি হয়েছে কলকাতা নাইট রাইডার্স বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Kolkata Knight Riders vs Mumbai Indians)। 

আর সেই ম্যাচেই কার্যত, ভয়ানক ব্যাটিং বিপর্যয়ের সামনে পড়ল কলকাতা। মাত্র ১১৬ রানেই শেষ তাদের ইনিংস। ওপেনিং থেকে মিডল অর্ডার, কিংবা লোয়ার মিডল অর্ডার! এদিন সব বিভাগেই ব্যর্থ কেকেআর ব্যাটাররা (IPL 2025)। টসে জিতে এই ম্যাচে বোলিং-এর সিদ্ধান্ত নেয় মুম্বই। তবে এদিন মুম্বইয়ের প্রথম একাদশে ছিলেন স্বয়ং রোহিত শর্মা। আর সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, এই ম্যাচেই মুম্বইয়ের প্রথম একাদশে সুযোগ পান বোলার অশ্বিনী কুমার। আর সেই অভিষেক ম্যাচে নেমেই করলেন বাজিমাৎ (IPL 2025 News)। 

প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই বেকায়দায় পড়ে কলকাতা। ওপেনার কুইন্টন ডি কক ফিরে যান মাত্র ১ রানে, সুনীল নারিনের ঝুলিতে শূন্য। অধিনায়ক অজিঙ্ক রাহানে করেন ১১, অঙ্গকৃশ রঘুবংশী ২৬, ভেঙ্কটেশ আইয়ার ৩ এবং রিঙ্কু সিং করেন মাত্র ১৭ রান। সবথেকে বড় বিষয়, কেকেআর ব্যাটিং লাইন-আপ কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ে এদিন। ওদিকে মনীশ পাণ্ডের ঝুলিতে মাত্র ১৯ রান এবং আন্দ্রে রাসেলের সংগ্রহে ৫ রান। ফলে, বোঝাই যাচ্ছে যে, নাইটদের কোনও ব্যাটারই সেইভাবে বড় রান করতে পারেননি। এককথায় বলা চলে, পুরোপুরিভাবেই ব্যাটিং বিপর্যয় (KKR vs MI Live Score)। 

আর এর জেরেই ১৬.২ ওভারে, মাত্র ১১৬ রানেই শেষ হয়ে যায় কেকেআর-এর ইনিংস। বলা চলে, মুম্বই বোলিং অ্যাটাকের সামনে কলকাতার ব্যাটিং ভরাডুবি। আর মুম্বইয়ের হয়ে এদিন বিধ্বংসী বোলিং করেন অশ্বিনী কুমার। ৩ ওভার বল করে, ২৪ রান দিয়ে একাই নেন ৪টি উইকেট। অন্যদিকে, দুটি উইকেট পেয়েছেন দীপক চাহার। এছাড়া ১টি করে উইকেট পেয়েছেন হার্দিক পান্ডিয়া, মিচেল স্যান্টনার, ট্রেন্ট বোল্ট এবং ভিগনেশ পুথুর (KKR vs MI Live Match)। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।