KKR vs RCB IPL 2025: শনিবার যদি বৃষ্টিতে খেলা ভেস্তে যায়, তাহলে প্লে-অফের আশা কার্যত শেষ হয়ে যাবে কলকাতা নাইট রাইডার্সের জন্য। 

 KKR vs RCB IPL 2025: শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএল-এর দ্বিতীয় পর্যায়। কিন্তু বেঙ্গালুরুতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা কিন্তু রীতিমতো ভেস্তে দিতে পারে আইপিএল-এর হাইভোল্টেজ ম্যাচটিকে। কারণ, বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে শনিবার সন্ধ্যায় মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Kolkata Knight Riders vs Royal Challengers Bengaluru)।

তবে ম্যাচের সময়, বেঙ্গালুরুতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 

তাই এই ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে, প্রতিযোগিতা থেকেই পুরো ছিটকে যাবে কেকেআর। আর প্লে-অফে যাওয়ার দৌড়ে থাকতে হলে, গতবারের চ্যাম্পিয়নদের পরপর দুটি ম্যাচই জিততে হবে (ipl rcb vs kkr)। 

Scroll to load tweet…

ফলে, বৃষ্টির ভ্রূকুটি যথেষ্টই চিন্তায় রাখবে কেকেআর শিবিরকে। 

তারা এই মুহূর্তে ১২ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে পয়েন্টস টেবিলে ষষ্ঠ স্থানে দাঁড়িয়ে রয়েছে (rcb vs kkr today)। অর্থাৎ, শেষ দুটি ম্যাচ জিতলে ১৫ পয়েন্টে পৌঁছতে পারবে কেকেআর। কিন্তু শনিবার যদি বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যায়, তাহলে মাত্র ১ পয়েন্ট পাবে কলকাতা (royal challengers bengaluru vs kolkata knight riders toss)। 

এরপরের ম্যাচটি তারা জিতলেও সর্বাধিক ১৪ পয়েন্টে পৌঁছতে পারবে তারা। যেখানে গুজরাতের পয়েন্ট ১৬, বেঙ্গালুরুর ১৬ এবং পাঞ্জাব ইতিমধ্যেই ১৫ পয়েন্টে পৌঁছে গেছে। অন্যদিকে, মুম্বইয়ের পয়েন্ট ১৪ এবং দিল্লী ১৩ পয়েন্টে দাঁড়িয়ে রয়েছে। 

তবে এই দুই দলের খেলা বাকি এখনও বাকি আছে। সেই ম্যাচে যে দলই জিতুক না কেন, তারা এমনিতেই ১৪ পয়েন্টের বেশি পাবে। এমনকি, সেই ম্যাচ যদি নাও খেলা হয়, তাহলেও মুম্বই ১৫ পয়েন্ট পৌঁছে যাবে (bengaluru weather chinnaswamy stadium)। 

Scroll to load tweet…

তাই শনিবার, কলকাতা জিততে না পারলে, কোনওভাবেই তাদের পক্ষে প্রথম চারে থাকা সম্ভব নয়। এমনিতে কয়েকদিন ধরেই লাগাতার বৃষ্টি হচ্ছে বেঙ্গালুরুতে। শনিবারও বৃষ্টি হতে পারে বলে খবর। এদিন সকালে অবশ্য বৃষ্টি হয়নি। কিন্তু আকাশ মেঘলা রয়েছে। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৭টায় বেঙ্গালুরুতে বৃষ্টির সম্ভাবনা প্রায় ৪৯% (m chinnaswamy stadium)। 

সেই বৃষ্টির তীব্রতা আরও বৃদ্ধি পেতে পারে সময় এগোনোর সঙ্গে সঙ্গে।রাত ৮টায় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে প্রায় ৬৩%। রাত ৯টায় সেটা বেড়ে গিয়ে প্রায় ৭১%।কিন্তু রাত ১০টার পর, বৃষ্টির সম্ভাবনা কিছুটা কমবে। দেখা যাচ্ছে, সেই সময় মাত্র ৪০% বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর বৃষ্টি আরও কিছুটা কমবে বলে জানাচ্ছে আবহাওয়া দফতর (rcb vs kkr weather)।

Scroll to load tweet…

তাই পুরো ৪০ ওভার খেলা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। আইপিএল-এর নিয়মানুযায়ী, অন্তত ৫ ওভার করে দু’টি ইনিংস না হলে টি-টোয়েন্টি ম্যাচ হিসেবে গণ্য করা হয় না। তবে এম চিন্নাস্বামী স্টেডিয়ামের পরিকাঠামো বেশ ভালো এবং দেশের মধ্যে অন্যতম সেরা নিকাশি ব্যবস্থা রয়েছে এই মাঠে। যেহেতু দ্রুত জল নেমে যায়, তাই বৃষ্টি থামার পর ১৫-২০ মিনিটের মধ্যে ম্যাচ শুরু করে দেওয়া সম্ভব।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।