KKR vs SRH Live Updates: নিতান্তই নিয়মরক্ষার ম্যাচ এটি। মুখোমুখি কলকাতা বনাম হায়দ্রাবাদ (KKR vs SRH 2025)।
KKR vs SRH Live Updates: দিল্লীর অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায়, মুখোমুখি হতে চলেছে কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)।
সেই ম্যাচেই টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিল সানরাইজার্স হায়দ্রাবাদ
তবে এই দুই দল ইতিমধ্যেই প্লে-অফের লড়াই থেকে বিদায় নিয়েছে। তাই এই ম্যাচটি নিতান্তই নিয়মরক্ষার। কিন্তু সম্মানের লড়াই বলে একটা বিষয় আছে। তাই কেকেআর এবং হায়দ্রাবাদ, উভয়ই চাইবে জয় দিয়েই মরশুমটা শেষ করতে (KKR vs SRH 2025 Dream 11 prediction)।
ফলে, এদিনের ম্যাচে অবশ্যই, কলকাতার অধিনায়ক অজিঙ্ক রাহানে, সুনীল নারিন,মনীশ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল এবং বরুণ চক্রবর্তীর দিকে নজর রাখতেই হবে। অন্যদিকে, হায়দ্রাবাদের হয়ে নজর কাড়তে পারেন ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ, হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি এবং অধিনায়ক প্যাট কামিন্স।
দুটি দলের প্রথম একাদশে কারা রয়েছেন?
কলকাতা নাইট রাইডার্সঃ কুইন্টন ডি কক (উইকেটকিপার), সুনীল নারিন, অজিঙ্ক রাহানে (অধিনায়ক), মনীশ পান্ডে, রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, বৈভব অরোরা, হর্ষিত রানা, অ্যানরিক নর্টজে, বরুণ চক্রবর্তী
ইমপ্যাক্ট সাবঃ অনুকূল রায়, ভেঙ্কটেশ আইয়ার, অঙ্গকৃশ রঘুবংশী, স্পেনসার জনসন, লভনিথ সিসোদিয়া
সানরাইজার্স হায়দ্রাবাদঃ অভিষেক শর্মা, ট্র্যাভিস হেড, ঈশান কিষাণ (উইকেটকিপার), হেনরিক ক্লাসেন, অনিকেত ভার্মা, নীতীশ কুমার রেড্ডি, অভিনব মনোহর, প্যাট কামিন্স (অধিনায়ক), হর্ষল প্যাটেল, জয়দেব উনাদকাট, ঈশান মালিঙ্গা
ইমপ্যাক্ট সাবঃ মহম্মদ শামি, হর্ষ দুবে, শচিন বেবি, জীশান আনসারি, সিমারজিৎ সিং
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

