KKR vs SRH Live Updates: নিয়মরক্ষার ম্যাচ ছিল এটি। মুখোমুখি হয় কলকাতা বনাম হায়দ্রাবাদ (KKR vs SRH 2025)।

KKR vs SRH Live Updates: প্লে-অফের লড়াই থেকে ইতিমধ্যেই এই দুই দল বিদায় নিয়েছে (srh vs kkr 2025)। তাই এই ম্যাচটি ছিল নিতান্তই নিয়মরক্ষার। কিন্তু সম্মানের লড়াই বলেও তো একটা বিষয় আছে। তাই কেকেআর এবং হায়দ্রাবাদ, উভয়ই চেয়েছিল জয় দিয়েই মরশুমটা শেষ করতে। কিন্তু শেষ অবধি অবশ্য পারল না কেকেআর। জয় ছিনিয়ে নিল সানরাইজার্স (kkr vs srh)। 

দিল্লীর অরুণ জেটলি ক্রিকেট স্টেডিয়ামে রবিবার সন্ধ্যায়, মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স বনাম সানরাইজার্স হায়দ্রাবাদ (Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad)।

Scroll to load tweet…

সেই ম্যাচেই ১১০ রানে জয় পেল সানরাইজার্স হায়দ্রাবাদ

এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় সানরাইজার্স হায়দ্রাবাদ। আর শুরু থেকেই যেন তাণ্ডব চালাতে থাকেন হায়দ্রাবাদ ব্যাটাররা। দলের ওপেনার অভিষেক শর্মা করেন ৩২ রান এবং সঙ্গে ট্র্যাভিস হেড খেলেন ৪০ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস। তবে এদিন সবকিছুকে ছাপিয়ে গেলেন হেনরিক ক্লাসেন। কার্যত, ধুন্ধুমার ইনিংস উপহার দিলেন তিনি। খেললেন ৩৯ বলে ১০৫ রানের অনবদ্য ইনিংস এবং শেষ অবধি অপরাজিত থাকেন (sunrisers hyderabad vs kolkata knight riders)।

সেইসঙ্গে, ঈশান কিষাণ করেন ২৯ রান এবং অনিকেত ভার্মার সংগ্রহে ১২ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৮ রান তোলে সানরাইজার্স হায়দ্রাবাদ। নিঃসন্দেহে বিরাট স্কোর। কলকাতা এই ম্যাচে কার্যত, জঘন্য বোলিং করে। সর্বাধিক চার ওভারে ৬০ রান দেন অ্যানরিক নর্টজে। কেকেআর-এর হয়ে ২ উইকেট পেয়েছেন সুনীল নারিন এবং ১টি উইকেট পান বৈভব অরোরা (sunrisers hyderabad vs kolkata knight riders match)। 

Scroll to load tweet…

জবাবে ব্যাট করতে নেমে বিপাকে পড়ে কলকাতা

এমনিতেই বিপুল রানের বোঝা, তার মধ্যে শুরু হয় নাইটদের ব্যাটিং বিপর্যয়। ওপেনার কুইন্টন ডি কক ফিরে যান মাত্র ৯ রানে। নারিনের ঝুলিতে ৩১ রান, অধিনায়ক রাহানে করেন ১৫ এবং অঙ্গকৃশ রঘুবংশীর ঝুলিতে ১৪ রান। 

রিঙ্কু সিং-এর সংগ্রহে ৯ এবং খালি হাতে প্যাভিলিয়নে ফিরে যান আন্দ্রে রাসেল। অন্যদিকে, মনীশ পান্ডে করেন ৩৭ রান, রমনদীপ সিং-এর সংগ্রহে ১৩ রান এবং হর্ষিত রানার ঝুলিতে ৩৪ রান। শেষপর্যন্ত, মাত্র ১৮.৪ ওভারেই ১৬৮ রানে শেষ হয়ে নাইটদের ইনিংস।

Scroll to load tweet…

সানরাইজার্স হায়দ্রাবাদ জয়ী ১১০ রানে এবং ম্যাচের সেরা হেনরিক ক্লাসেন। 

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।