সংক্ষিপ্ত
তৃতীয় দিনের খেলা শেষে কর্ণাটকের সংগ্রহ ৩ উইকেটে ১০৮ রান।
রঞ্জি ট্রফিতে হরিয়ানার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসেও ভালো খেলতে পারলেন না কর্ণাটকের কেএল রাহুল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম ইনিংসে ২৬ রানে আউট হওয়ার পর দ্বিতীয় ইনিংসে ৪৩ রান করে ফিরলেন তিনি। তৃতীয় দিনের খেলা শেষে কর্ণাটকের সংগ্রহ ৩ উইকেটে ১০৮ রান। হরিয়ানার প্রথম ইনিংসের ৪৫০ রানের বিপরীতে এখনও ৩৮ রানে পিছিয়ে রয়েছে দলটি। এর আগে কর্ণাটকের প্রথম ইনিংসের ৩০৪ রানের বিপরীতে হরিয়ানা ১৪৬ রানের লিড নিয়েছিল।
দ্বিতীয় ইনিংসে কর্ণাটকের শুরুটা ভালো হয়নি। ৩০ রানের মধ্যেই ওপেনার অনীশ (৪) এবং মায়াঙ্ক আগরওয়াল (৬) আউট হয়ে যান। এরপর রাহুল এবং দেবদূত পাদিক্কাল (৪১*) ৫৭ রানের জুটি গড়ে দলকে ধস থেকে রক্ষা করেন। তবে রাহুলকে বোল্ড করে অনুজ ঠাকরাল হরিয়ানাকে সাফল্য এনে দেন। দেবদূতের সঙ্গে আর স্মরণ (৯) ক্রিজে রয়েছেন।
এর আগে অঙ্কিত কুমার (১১৮) এবং নিশান্ত সিন্ধু (১৬৫) সেঞ্চুরির সুবাদে হরিয়ানা বড় সংগ্রহ গড়ে। যুবরাজ সিং (৩৩), জয়ন্ত যাদব (৩২), অনশুল কাম্বোজ (২৫), অনুজ ঠাকরাল (২৫) এবং লক্ষ্য সুমন (২২) অন্যান্য রান সংগ্রাহক। কর্ণাটকের হয়ে প্রসিদ্ধ কৃষ্ণ এবং হার্দিক রাজ ৩টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসে কর্ণাটকের শুরুটা ভালো হয়নি। ১৭ রানে অনীশের উইকেট হারায় দলটি। তখন সংগ্রহ মাত্র ৪৫ রান। তিন নম্বরে নেমে রাহুল ভালো শুরু করেন। চারটি বাউন্ডারি মেরে আত্মবিশ্বাসী ছিলেন তিনি। তবে বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি। কাম্বোজের বলে আউট হন রাহুল। আগরওয়ালের সঙ্গে ৫৪ রানের জুটি গড়ার পর প্যাভিলিয়নে ফিরেন তিনি। মায়াঙ্ক আগরওয়াল (৯১), দেবদূত (৪৩), স্মরণ (৩৫), কে শ্রীজিত (৩৭) এবং যশোবর্ধন (৩৫) ভালো খেলেছেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।