KL Rahul: সত্যিই যেন ত্রাতা হয়ে উঠলেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে দুরন্ত সেঞ্চুরি করলেন কেএল রাহুল।
KL Rahul: লর্ডসের মাটিতে ইতিহাস গড়লেন তিনি। আরও একটা সেঞ্চুরি কেএল রাহুলের ঝুলিতে। সেইসঙ্গে, ইতিহাসের পাতায় নাময় তুলে নিলেন এই ভারতীয় ব্যাটার। শুধু তাই নয়, দ্বিতীয় ভারতীয় ব্যাটার হিসেবে ঐতিহাসিক লর্ডস স্টেডিয়ামে দুটি সেঞ্চুরি করে ফেললেন তিনি।
যে রেকর্ড আগে ছিল শুধুমাত্র দিলীপ বেঙ্গসরকারের নামের পাশে
প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার অবশ্য তিনটি সেঞ্চুরি করেছিলেন। কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্ট ম্যাচে খেলতে নেমে, ইতিহাসের পাতায় নাম তুললেন রাহুল। তারপরই অবশ্য শোয়েব বসিরের বলে আউট হয়ে যান তিনি।
এদিকে ইংল্যান্ডের ৩৮৭ রানের জবাবে, দ্বিতীয় দিনের শেষে ভারতের রান ছিল ৩ উইকেট হারিয়ে ১৪৫। যশস্বী জয়সওয়াল, করুণ নায়ার, শুভমান গিলরা দ্রুত আউট হয়ে ফিরে যান। কিন্তু একটা দিক টানা ধরে রেখেছিলেন কেএল রাহুল। ঠান্ডা মাথায় ব্যাট করে গেছেন এবং দরকারে কিছু অসাধারণ কভার ড্রাইভ মেরে বাউন্ডারির বাইরে পাঠিয়েছেন।
দ্বিতীয় দিনের শেষে, ৫৩ রানে অপরাজিত ছিলেন কেএল রাহুল
এদিন অবশ্য লর্ডসে, অনেকটাই আগ্রাসী ভূমিকায় ব্যাট করতে শুরু করেন তিনি। পরপর চার মারতে থাকেন। অন্যদিকে, ঋষভ পন্থও হাত খুলে চালাতে শুরু করেন। তবে একটু বেশি তাড়াহুড়ো করতে গিয়ে রান আউট হয়ে গেলেন ঋষভ পন্থ। আঙুলে চোট নিয়েও যে লড়াইটা করলেন, তা কুর্নিশ যোগ্য। তাঁর সংগ্রহে ৭৪ রানে। তখন কেএল রাহুল ব্যাট করছিলেন ৯৮ রানে এবং লাঞ্চের সময় ভারতের রান ছিল ৪ উইকেট হারিয়ে ২৪৮।
মধ্যাহ্নভোজনের পর, জোফ্রা আর্চারের বলে শর্ট রান নিয়ে সেঞ্চুরি করেন তিনি। উল্লেখ্য, এর আগে ২০২১ সালে লর্ডসে সেঞ্চুরি করেন কেএল রাহুল। সেই ম্যাচে ১২৯ রান করেন তিনি। ভারত সেই ম্যাচে জয় পায়। এবার সেই লর্ডসে ফের একবার সেঞ্চুরি করলেন রাহুল। কিন্তু তারপরই ১০০ রানের মাথায় শোয়েব বসিরের বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হয়ে যান তিনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
