সংক্ষিপ্ত
LSG vs CSK Live Updates: লখনউয়ের ২২ গজে দুরন্ত লড়াই। মুখোমুখি হয়েছিল লখনউ বনাম চেন্নাই (LSG vs CSK)।
LSG vs CSK Live Updates: আইপিএল-এর (IPL 2025 ) মঞ্চে অন্যতম হাইভোল্টেজ ম্যাচে সোমবার, ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একানা ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল লখনউ সুপার জায়ান্টস বনাম চেন্নাই সুপার কিংস (Lucknow Super Giants vs Chennai Super Kings)।
আর সেই ম্যাচে কার্যত, হাড্ডাহাড্ডি লড়াই দেখলেন ক্রিকেটপ্রেমীরা। শেষপর্যন্ত, চেন্নাই ৫ উইকেটে হারিয়ে দিল লখনউকে (LSG)। ফর্মে ফিরলেন ‘ক্যাপ্টেন কুল’ এবং জয়ে ফিরল চেন্নাই (CSK)। আক্ষরিক অর্থেই, এই ম্যাচে জয় ফিরতেই হত সুপার কিংসদের। কারণ, চলতি প্রতিযোগিতায় লাগাতার খারাপ পারফরম্যান্সে জেরবার তারা। তার মধ্যে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়ের চোট পেয়ে ছিটকে যাওয়া, আরও চাপ বাড়িয়ে দেয় সিএসকে ম্যানেজমেন্টের। আর সেই কঠিন পরিস্থিতিতেই, দলের দায়িত্ব পান মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)।
আর লখনউয়ের বিরুদ্ধে জিতে, বেলাইন চেন্নাই এক্সপ্রেসকে লড়াইতে ফেরালেন সেই এমএসডি। এদিন টসে জিওতে বোলিং নেয় চেন্নাই। আর ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে লখনউ। এইডেন মার্করাম ফিরে যান মাত্র ৬ রানে। মিচেল মার্শও এদিন ব্যর্থ হন। তাঁর ঝুলিতে মাত্র ৩০ রান (IPL 2025 live score)। অন্যদিকে, চলতি আইপিএলে লাগাতার ভালো পারফর্ম করা নিকোলাস পুরানের সংগ্রহে মাত্র ৮ রান। ফলে, বোঝাই যাচ্ছে যে, সোমবারের ম্যাচে চূড়ান্ত ব্যর্থ লখনউয়ের ওপেনিং এবং মিডল অর্ডার ব্যাটিং লাইন-আপ (LSG vs CSK 2025 Live score)।
তবে দলের সেই কঠিন পরিস্থিতিতে জ্বলে ওঠেন লখনউ অধিনায়ক ঋষভ পন্থ (Rishabh Pant)। খেলেন ৪৯ বলে ৬৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। এছাড়া আয়ূষ বাদোনি করেন ২২ রান, এবং আবদুল সামাদ ২০ রান। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৭ উইকেট হারিয়ে ১৬৬ রান তোলে লখনউ সুপার জায়ান্টস (LSG vs CSK Live score)।
উল্টোদিকে চেন্নাইয়ের হয়ে ২টি করে উইকেট পান মাথিশা পাথিরানা এবং রবীন্দ্র জাদেজা। ১টি করে উইকেট পেয়েছেন খলিল আহমেদ এবং আনশুল কাম্বোজ। তবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি চেন্নাই। দলের নয়া ওপেনার শাইক রাশিদ করেন ২৭ রান এবং রাচিন রবীন্দ্রর ঝুলিতে ৩৭ রান। কিন্তু তারা আউট হয়ে যেতেই মিডল অর্ডারে ধস নামে। রাহুল ত্রিপাঠি ফিরে যান মাত্র ৯ রানে এবং জাদেজা করেন ৭ রান।
কিন্তু লোয়ার এন্ডার ব্যাটার শিবম দুবে এদিন জ্বলে ওঠেন এবং খেলেন ৪৩ রানের অনবদ্য ইনিংস। শুধু তাই নয়, উইকেট ধরে রাখেন এবং দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। মাঝে বিজয় শঙ্কর ৯ রানে ফিরে গেলেও যোগ্য সঙ্গত দেন অধিনায়ক ধোনি। তাঁর ১১ বলে ২৬ রানের অপরাজিত ইনিংস যেন সেই পুরনো ‘ক্যাপ্টেন কুল’-কে আবারও ফিরিয়ে আনল। যদিও ম্যাচ বেশ হাড্ডাহাড্ডি হল এবং বলা চলে, লখনউ বেশ চাপ তৈরি করতে পেরেছিল। কিন্তু বাজিমাৎ করলেন ধোনিরাই। শেষপর্যন্ত, ১৯.৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৬৮ রান তুলে নেয় চেন্নাই সুপার কিংস।
অন্যদিকে, লখনউয়ের হয়ে ২টি উইকেট পেয়েছেন রবি বিষ্ণোই। তাছাড়া ১টি করে উইকেট পেয়েছেন দিগবেশ সিং রাঠি, আবেশ খান এবং এইডেন মার্করাম।
সিএসএকে জয়ী ৫ উইকেটে এবং ম্যাচের সেরা মহেন্দ্র সিং ধোনি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।