Mohammed Siraj: চর্চায় এখন মহম্মদ সিরাজ, তাঁর সম্পত্তির পরিমাণ জানেন?
Mohammed Siraj: ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করে ম্যাচ জেতানো মহম্মদ সিরাজের সম্পত্তি এবং আয় সম্পর্কে বিস্তারিত জেনে নিন।

ইংল্যান্ডের বিরুদ্ধে পঞ্চম তথা শেষ টেস্টে ভারত ৬ রানে জয় পেয়েছে
আর এই জয়ের সুবাদে, ঐতিহাসিক এই সিরিজটি ড্র করেছে ভারত। সবথেকে বড় বিষয়, এই জয়ের অন্যতম কৃতিত্ব পেস বোলার মহম্মদ সিরাজের ঝুলিতে। ৩০ ওভার বল করে, ১০৪ রান দিয়ে ৫ উইকেট নিয়ে ম্যাচ জেতান তিনি। এছাড়াও, এই সিরিজে ২৩ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার হিসেবেও নয়া রেকর্ড গড়েছেন তিনি।
মহম্মদ সিরাজের সম্পত্তি
ভারতীয় দলে বহু বছর ধরে এমনই সব গুরুত্বপূর্ণ ম্যাচ জিতিয়ে আসছেন মহম্মদ সিরাজ। এমনকি, আয়ের দিক দিয়েও তিনি কিন্তু অনেক এগিয়ে আছেন। সিরাজের সম্পত্তি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক। তথ্য অনুযায়ী, মহম্মদ সিরাজের সম্পত্তির পরিমাণ মোট ৫৭ কোটি টাকা। তিনি হায়দ্রাবাদের ফিল্ম নগরের জুবিলি হিলসে প্রায় ১৩ কোটি টাকা মূল্যের একটি বাংলোর মালিক। গত বছর আইপিএল ২০২৫ মেগা নিলামে, মহম্মদ সিরাজকে গুজরাত টাইটান্স ১২.২৫ কোটি টাকার বিনিময়ে দলে নেয়।
বিসিসিআই থেকে ৫ কোটি টাকা বেতন
এছাড়াও ভারতীয় ক্রিকেট দলে মহম্মদ সিরাজ বিসিসিআই-এর কেন্দ্রীয় চুক্তিতে 'এ' গ্রেডে রয়েছেন। যার ফলে, তিনি বছরে প্রায় ৫ কোটি টাকা বেতন পান। প্রতিটি টেস্ট ম্যাচে ১৫ লক্ষ টাকা, প্রতিটি ওয়ানডেতে ৬ লক্ষ টাকা এবং প্রতিটি টি-২০ ম্যাচে ৩ লক্ষ টাকা ম্যাচ ফি পান। যা তার আয়ের একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে বিবেচিত হয়।
বিলাসবহুল গাড়ির মালিক সিরাজ
খেলার পাশাপাশি ব্র্যান্ডের বিজ্ঞাপনের একাধিক চুক্তির মাধ্যমেও সিরাজ প্রায় কোটি কোটি টাকা আয় করেন। মহম্মদ সিরাজ MyCircle11, Be O Man, CoinSwitchKuber, Crash on the Run, MyFitness, SG এবং ThumsUp-এর মতো বেশ কিছু ব্র্যান্ডের বিজ্ঞাপন করে থাকেন। গাড়ির প্রতি ভালোবাসা থাকায় সিরাজের কাছে রেঞ্জ রোভার ভোগ, বিএমডব্লিউ ৫ সিরিজ, মার্সিডিজ বেঞ্জ এস ক্লাস এবং টয়োটা ফরচুনারের মতো বিলাসবহুল গাড়ি রয়েছে। অন্যান্য ক্রিকেটারদের মতো সিরাজও হায়দ্রাবাদ শহরে 'জোহরবা' নামে একটি হোটেল পরিচালনা করেন।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
