সংক্ষিপ্ত
New Zealand vs Pakistan: এবারের নিউজিল্যান্ড সফরে টি-২০, ওডিআই সিরিজ মিলিয়ে আটটি ম্যাচ খেলল পাকিস্তান। এর মধ্যে জয় এসেছে মাত্র একটি ম্যাচে। টানা ব্যর্থতায় দিশেহারা পাকিস্তানের ক্রিকেট মহল।
New Zealand vs Pakistan: শনিবার নিউজিল্যান্ড (New Zealand) ও পাকিস্তানের (Pakistan) সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ সবদিক থেকেই ঘটনাবহুল হয়ে থাকল। এই সিরিজে নিউজিল্যান্ডের ৩-০ জয়, ম্যাচ চলাকালীন ফ্লাডলাইট নিভে যাওয়া, ফিল্ডারের থ্রোয়ে ইমাম-উল-হকের (Imam-ul-Haq) মুখে চোট পেয়ে হাসপাতালে ভর্তি হওয়া, ম্যাচ শেষ হওয়ার পর খুশদিল শাহের (Khushdil Shah) দর্শকদের দিকে তেড়ে যাওয়া। সবমিলিয়ে একের পর এক নেতিবাচক ঘটনার মাধ্যমে সিরিজ শেষ হল। অতীতে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হক দর্শকদের ব্যাট দিয়ে মেরেছিলেন। এবার খুশদিলও দর্শকদের সঙ্গে মারতে গেলেন। তিনি মাঠের বেষ্টনী টপকে দর্শকদের বসার জায়গায় পৌঁছে যাওয়ার চেষ্টাও করছিলেন। নিরাপত্তারক্ষীরা পাকিস্তানের এই ক্রিকেটারকে কোনওরকমে আটকান। যে দুই দর্শকের সঙ্গে খুশদিলের বচসা চলছিল, তাঁদের সরিয়ে নিয়ে যান নিরাপত্তারক্ষীরা। তাঁরা সবাইকে শান্ত করার চেষ্টা করেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিও।
খুশদিলের পাশে দাঁড়িয়ে সাফাই পিসিবি-র
খুশদিল দর্শকদের মারতে উদ্যত হলেও, তাঁর পাশে দাঁড়িয়ে সাফাই দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (Pakistan Cricket Board)। এক বিবৃতিতে এই ঘটনার দায় দর্শকদের দিকে ঠেলে পিসিবি দাবি করেছে, ‘বিদেশি দর্শকরা যেভাবে আমাদের জাতীয় দলের খেলোয়াড়দের প্রতি অসম্মানজনক মন্তব্য করেছেন, তার কড়া নিন্দা করছে পাকিস্তান ক্রিকেট টিম ম্যানেজমেন্ট। ম্যাচ চলাকালীন মাঠে থাকা ক্রিকেটারদের উদ্দেশ্যে আপত্তিকর মন্তব্য ছুড়ে দেন বিদেশি দর্শকরা। যখন পাকিস্তান-বিরোধী স্লোগান দেওয়া হয়, তখন ক্রিকেটার খুশদিল শাহ এগিয়ে যান এবং দর্শকদের থামার আর্জি জানান। কিন্তু আফগান দর্শকরা পশতো ভাষায় আপত্তিকর শব্দ প্রয়োগ করে উত্তেজনা বাড়িয়ে দেন।’
হারের হতাশায় এই আচরণ খুশদিলের?
এবারের নিউজিল্যান্ড সফরে টি-২০ সিরিজে ১-৪ হারের পর ওডিআই সিরিজে ০-৩ হেরে গেল পাকিস্তান। এই হারের জ্বালা থেকেই খুশদিল দর্শকদের মারতে গেলেন বলে মনে করছেন অনেকে। একজন ক্রিকেটার এভাবে দর্শকদের দিকে তেড়ে গেলেও, তাঁর আচরণের নিন্দা না করে উল্টে সাফাই গাইছে পিসিবি। এই ঘটনা পাকিস্তানিদের মনোভাব স্পষ্ট করে দিচ্ছে।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।