তিরুঅনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ওডিআই ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল। এই সিরিজের প্রথম ২ ম্যাচ জিতে ইতিমধ্যেই সিরিজ পকেটে পুরে নিয়েছেন রোহিত শর্মা, হার্দিক পান্ডিয়ারা। ফলে তৃতীয় ম্যাচের খুব একটা গুরুত্ব নেই। তবে জয়ের লক্ষ্যেই খেলতে নামবে ভারতীয় দল। এই ম্যাচে ভারতীয় দলে একাধিক বদল হতে পারে। তবে ঈশান কিষান ও শুবমান গিলের সুযোগ পাবেন কি না সেটা ম্যাচের আগে স্পষ্ট নয়। ওপেনার হিসেবে রোহিতের সঙ্গে খেলতে পারেন শুবমান গিলই। বোলিং বিভাগে বদলের সম্ভাবনা কম।