সংক্ষিপ্ত
শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে অসাধারণ পারফরম্যান্স ভারতের বোলারদের। কুলদীপ যাদব, মহম্মদ সিরাজদের সামনে বিশেষ কিছু করতে পারলেন না দাসুন শনাকারা।
বৃহস্পতিবার ইডেন গার্ডেন্সে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে অসাধারণ বোলিং করলেন ভারতের পেসার মহম্মদ সিরাজ। ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন এই পেসার। শ্রীলঙ্কার ইনিংস শেষ হওয়ার পর সতীর্থ কুলদীপ যাদবের প্রশংসা করলেন সিরাজ। এই পেসার বলেন, ‘উইকেটে দ্রুত আসছিল না বল। উইকেটে যথেষ্ট স্যুইংও ছিল না। সেই কারণে আমাদের পরিকল্পনা ছিল স্টাম্পে বল রেখে যেতে হবে। একদিক থেকে শ্রীলঙ্কার ব্যাটারদের উপর চাপ বজায় রেখে যেতে চেয়েছিলাম। উইকেট তুলে নেওয়ার পাশাপাশি দলের অন্য বোলারদের সাহায্য করাও আমার লক্ষ্য ছিল। কে এল রাহুল উইকেটকিপিং করছিল। ও আমাকে বলে, প্রথম ওভারের পর থেকেই বল আর স্যুইং করছিল না। সেই কারণে আমি হার্ড লেংথে বল করা শুরু করি। এই উইকেট ব্যাটিং করার জন্য ভালো। কিন্তু কুলদীপ (যাদব) খুব ভালো বোলিং করেছে। ও মিডল অর্ডারে ধস নামায়। আউটফিল্ডে বল দ্রুতগতিতে বাউন্ডারির দিকে যাচ্ছে। তাই আমাদের দলের ব্যাটারদের বলতে চাই, বল দেখে খেলে যাও।’
এদিন ভারতের সব বোলারই ভালো পারফরম্যান্স দেখান। ১০ ওভার বোলিং করে ৫১ রান দিয়ে ৩ উইকেট নেন কুলদীপ। ৫.৪ ওভার বল করে ৩০ রান দিয়ে ৩ উইকেট নেন সিরাজ। ৭ ওভার বল করে ৪৮ রান দিয়ে ২ উইকেট নেন উমরান মালিক। ৫ ওভার বল করে ১৬ রান দিয়ে ১ উইকেট নেন অক্ষর প্যাটেল। ভারতের বোলারদের মধ্যে উইকেট পাননি মহম্মদ শামি ও হার্দিক পান্ডিয়া। ৭ ওভার বল করে ৪৩ রান দেন শামি। ৫ ওভার বল করে ২৬ রান দেন হার্দিক।
শ্রীলঙ্কার ব্যাটারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখান এদিনই প্রথম ম্যাচ খেলতে নামা নুয়ানিন্দু ফার্নান্ডো। আবিষ্কা ফার্নান্ডোর সঙ্গে ওপেন করতে নেমে ৬৩ বলে ৫০ রান করে রান আউট হয়ে যান নুয়ানিন্দু। তাঁর ইনিংসে ছিল ৬টি বাউন্ডারি। ৩৪ রান করেন ৩ নম্বরে ব্যাটিং করতে নামা কুশল মেন্ডিস। লোয়ার অর্ডারে ভালো ব্যাটিং করেন দুনিথ ওয়েল্লালাগে। তিনি করেন ৩২ রান। ১৭ রান করে অপরাজিত থাকেন কাসুন রঞ্জিতা। ১৭ রান করেন চামিকা করুণারত্নে।
প্রথম ওডিআই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখিয়েছিলেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শনাকা। কিন্তু দ্বিতীয় ম্যাচে তিনি করলেন মাত্র ২ রান।
আরও পড়ুন-
কুলদীপ, সিরাজের ৩ উইকেট, ইডেনে প্রথমে ব্যাটিং করতে নেমে ২১৫ অলআউট শ্রীলঙ্কা
রোহিত শর্মা দলে ফেরায় অনেক বেশি চাপমুক্ত লাগছে, জানালেন হার্দিক পান্ডিয়া
রোহিত শর্মাকে সামনে দেখে আবেগে কান্না শিশুর, এগিয়ে গিয়ে গাল টিপে দেন ভারতের অধিনায়ক