Pahalgam Terror Attack: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা নিয়ে ভারত ও পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের মধ্যে বচসা চলছে। শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও শাহিদ আফ্রিদির (Shahid Afridi) মধ্যে চাপানউতোরের পর এবার তাঁদের আগের প্রজন্মের মধ্যে বচসা চলছে।

Basit Ali called Sunil Gavaskar Stupid: পহেলগাঁওয়ে জঙ্গি হামলার (Pahalgam terror attack) পর পাকিস্তানকে আক্রমণ করে সেদেশের প্রাক্তন ক্রিকেটারদের রোষের মুখে ক্রিকেটের কিংবদন্তি সুনীল গাভাসকর (Sunil Gavaskar)। তাঁকে 'নির্বোধ' বলে আক্রমণ করেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার বাসিত আলি (Basit Ali)। পাকিস্তানের অপর এক প্রাক্তন ক্রিকেটার তথা ভারতের মোস্ট ওয়ান্টেড অপরাধী দাউদ ইব্রাহিমের (Dawood Ibrahim) আত্মীয় জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad) নাকি বিশ্বাসই করতে পারছেন না যে গাভাসকর এ কথা বলেছেন। পাকিস্তানের আরও কয়েকজন প্রাক্তন ক্রিকেটার গাভাসকরকে আক্রমণ করেছেন। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই ভারতের প্রত্যাঘাতের আশঙ্কায় কাঁপছে পাকিস্তান। কূটনৈতিক স্তরে পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে ভারত। ক্রিকেট মাঠেও পাকিস্তানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। এরই মধ্যে গাভাসকরও পাকিস্তানকে আক্রমণ করেছেন। এই কারণেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা চটে গিয়েছেন। কারণ, তাঁরা বুঝতে পারছেন ভারত কড়া ব্যবস্থা নিলে সবদিক থেকেই শেষ হয়ে যাবে পাকিস্তান।

কী বলেছিলেন গাভাসকর?

শনিবার গাভাসকর বলেন, এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) পাকিস্তানকে খেলার সুযোগ দেওয়া নিয়ে সন্দেহ রয়েছে। তিনি আরও বলেন, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান মহসিন নকভিকে (Mohsin Naqvi) সরিয়ে দেওয়া হতে পারে। গত মাসেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট নিযুক্ত হয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) প্রাক্তন চেয়ারম্যান মহসিন। গাভাসকরের মতে, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বর্তমান পদাধিকারীদের সরিয়ে দেওয়া হতে পারে। এ বছরের সেপ্টেম্বরে এশিয়া কাপ হওয়ার কথা। ভারত ও শ্রীলঙ্কা যৌথভাবে এই টুর্নামেন্ট আয়োজন করবে। তবে শোনা যাচ্ছে, দুবাইয়েও এই টুর্নামেন্ট হতে পারে। গাভাসকর অবশ্য মনে করছেন, পাকিস্তানকে বাদ দিয়েই এশিয়া কাপ হতে পারে।

গাভাসকরকে আক্রমণ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটারদের

গাভাসকরকে আক্রমণ করে বাসিত বলেছেন, 'তদন্ত শেষ হতে দেওয়া হোক। ক্রিকেটকে রাজনৈতিক শত্রুতার ঊর্ধ্বে রাখা হোক। সুনীল গাভাসকর নির্বোধের মতো মন্তব্য করেছে।' মিয়াঁদাদের বক্তব্য, ‘আমি বিশ্বাসই করতে পারছি না সানি ভাই এ কথা বলেছেন। উনি শ্রদ্ধেয় ব্যক্তি। উনি অত্যন্ত নম্র ও বিনয়ী। উনি সবসময় রাজনীতি থেকে দূরে থাকেন।’ পাকিস্তানের প্রাক্তন দুই স্পিনার ইরবাল কাসিম (Iqbal Qasim) ও মুস্তাক আহমেদও (Mushtaq Ahmed) গাভাসকরকে আক্রমণ করেছেন। কাসিম বলেছেন, 'সানি জি-কে সীমান্তের দুই পারের মানুষই ভালোবাসেন। উনি একজন দায়িত্ববান ব্যক্তিত্ব। রাজনীতির সঙ্গে খেলাকে মিশিয়ে ফেলা উচিত নয়।' মুসলিম ব্যকিত্ব হজরত আলির (Hazrat Ali) কথা উদ্ধৃত করে মুস্তাক বলেছেন, ‘কখনও রাগের মাথায় কোনও সিদ্ধান্ত নেবেন না, যার জন্য আপনাকে পরে আফশোস করতে হবে।’

ভারত-পাকিস্তানের ক্রিকেট ম্যাচের পক্ষে সওয়াল রিজওয়ানের

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর কড়া অবস্থান নিয়েছে বিসিসিআই (BCCI)। শোনা যাচ্ছে, আইসিসি ইভেন্টে (ICC Event) যাতে ভারত ও পাকিস্তানকে একই গ্রুপে না রাখা হয়, সেই অনুরোধ করা হয়েছে। এই পরিস্থিতিতে ভারত ও পাকিস্তানের ক্রিকেট খেলা বন্ধ না করার পক্ষে সওয়াল করেছেন পাকিস্তানের ওডিআই দলের অধিনায়ক মহম্মদ রিজওয়ান (Mohammad Rizwan)। তিনি বলেছেন, ‘রাজনৈতিকভাবে যাই ঘটে থাকুক না কেন, ক্রিকেট খেলা চালিয়ে যাওয়া উচিত।’

ভারত-পাকিস্তান যুদ্ধ হবে?

পহেলগাঁওয়ে জঙ্গি হামলা সাধারণ ভারতীয়দের চরম ক্ষুব্ধ করে তুলেছে। সবাই পাকিস্তানকে প্রত্যাঘাতের দাবি তুলছেন। কেন্দ্রীয় সরকার একের পর এক কড়া ব্যবস্থা নিচ্ছে। সিন্ধু জলবণ্টন চুক্তি স্থগিত রাখা হয়েছে। পাকিস্তানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কও ছিন্ন করেছে ভারত। পাকিস্তান থেকে সব পণ্য আমদানি নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের সব উড়ানের জন্য ভারতের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকজন ব্যক্তির ইউটিউব চ্যানেল, এক্স হ্যান্ডল ব্লক করে দেওয়া হয়েছে। সরাসরি ভারত-পাকিস্তান যুদ্ধ শুরু হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। ভারতীয় সেনাকে যে কোনও ব্যবস্থা নেওয়ার স্বাধীনতা দিয়েছে কেন্দ্রীয় সরকার। ফলে সীমান্তে উত্তেজনা বাড়ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।