Pakistan vs Australia: টি-২০ বিশ্বকাপের (2026 ICC Men's T20 World Cup) প্রস্তুতির জন্য দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজ খেলবে পাকিস্তান। তারা সিরিজের শুরুটা ভালোভাবে করেছে।
KNOW
Pakistan vs Australia T20 Series: ২,৬৫০ দিন। সাত বছরেরও বেশি সময়। এতদিনের ব্যবধানে পুরুষদের টি-২০ ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জয় পেল পাকিস্তান। বৃহস্পতিবার লাহোরের (Lahore) গদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium) টি-২০ সিরিজের প্রথম ম্যাচে ২২ রানে জয় পেল পাকিস্তান। এই ম্যাচে ভালো পারফরম্যান্স দেখালেন সায়েম আয়ুব (Saim Ayub)। এই অলরাউন্ডার ব্যাটিং-বোলিংয়ে ভালো পারফরম্যান্স দেখিয়ে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন। আগামী সপ্তাহে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (2026 ICC Men's T20 World Cup)। তার আগে অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিরুদ্ধে জয় পাকিস্তান দলের আত্মবিশ্বাস বাড়িয়ে দিচ্ছে। এই সিরিজে আরও দুই ম্যাচ রয়েছে। তার মধ্যে কোনও এক ম্যাচে জয় পেলেই সিরিজ দখল করবে পাকিস্তান। এই সিরিজ জিততে পারলে টি-২০ বিশ্বকাপের আগে পাকিস্তান দলের আত্মবিশ্বাস বেড়ে যাবে।
লড়াই করে জয় পাকিস্তানের
এই ম্যাচে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তানের অধিনায়ক সলমন আগা (Salman Agha)। তাঁর দল আট উইকেট হারিয়ে ১৬৮ রান করে। আয়ুব ওপেন করতে নেমে ২২ বল খেলে ৪০ রান করেন। তিনি তিনটি বাউন্ডারি ও জোড়া ওভার-বাউন্ডারি মারেন। তিন নম্বরে ব্যাটিং করতে নেমে আগা ২৭ বল খেলে ৩৯ রান করেন। তাঁর ইনিংসে ছিল একটি বাউন্ডারি ও চারটি ওভার-বাউন্ডারি। বাবর আজম (Babar Azam) ২০ বল খেলে ২৪ রান করেন। এরপর অস্ট্রেলিয়া আট উইকেট হারিয়ে ১৪৬ রান করে থেমে যায়। ক্যামেরন গ্রিন (Cameron Green) ৩১ বল খেলে ৩৬ রান করেন। অধিনায়ক ট্রেভিস হেড (Travis Head) ১৩ বল খেলে ২৩ রান করেন। শেষদিকে লড়াই করেন জেভিয়ের বার্টলেট (Xavier Bartlett)। তিনি ২৫ বল খেলে ৩৪ রান করে অপরাজিত থাকেন।
আয়ুবের অলরাউন্ড পারফরম্যান্স
অস্ট্রেলিয়ার হয়ে সবচেয়ে ভালো বোলিং করেন অ্যাডাম জাম্পা (Adam Zampa)। এই লেগ-স্পিনার ২৪ রান দিয়ে চার উইকেট নেন। বার্টলেট ও মাহলি বিয়ার্ডম্যান (Mahli Beardman) জোড়া উইকেট করে নেন। পাকিস্তানের হয়ে ২৯ রান দিয়ে জোড়া উইকেট নেন আয়ুব। ১০ রান দিয়ে জোড়া উইকেট নেন আবরার আহমেদ (Abrar Ahmed)।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।


