অজি তারকা পেসার তথা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) চোট পেয়ে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন।
Pat Cummins Ruled Out: আর দিন কয়েক পরেই ভারত ও শ্রীলঙ্কার মাটিতে শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ (ICC T-20 World Cup 2026)। ঠিক তার আট দিন আগে অস্ট্রেলিয়া শিবিরে বড় ধাক্কা। অজি তারকা পেসার তথা টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক প্যাট কামিন্স (Pat Cummins) চোট পেয়ে টি-২০ বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন। শরীরে অত্যধিক ধকল ও চাপের কারণে কামিন্সের পায়ের হাড়ে চোট থাকায় তিনি আসন্ন টি-২০ বিশ্বকাপে খেলতে পারবেন না বলে জানিয়েছে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড। প্রায় ১৯ মাস দেশের জার্সিতে টি-২০ খেলেননি ৩২ বছরের তারকা পেসার কামিন্স। তাঁর পরিবর্তে বেন ডোয়ারশুইস (Ben Dwarshuis)-কে টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে নিল অজিরা। দেশের হয়ে ১০টি টি-২০ খেলা ৩১ বছরের বাঁ হাতি পেসার ডোয়ারশুইসকে প্রথম একাদশে দেখা যায় কি না সেটা দেখার। বাঁ হাতি পেসার ডোয়ারশুইসকে সিডনি সিক্সার্সের সতীর্থরা গোঁফওয়ালা বলে ঠাট্টা করে। এবারের টি-২০ বিশ্বকাপ স্কোয়াডে অস্ট্রেলিয়ার পেস আক্রমণে আছেন মিচেল স্টার্ক, জোস হ্যাজেলউড,নাথান এলিস। পাশাপাশি পেসার অলরাউন্ডার হিসাবে দলে আছেন অধিনায়ক মিচেল মার্শ, মার্কোস স্টোয়নিস, ক্যামেরুন গ্রিন ও জ্যাক এডওয়ার্ডসকে। পেসার ডোয়ারশুইসের পাশাপাশি টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার চূড়ান্ত ১৫ জনের স্কোয়াডে আনা হল মিডল অর্ডার ব্য়াটার ম্যাট রেনশ-কে। ম্যাথু শর্টের চোট না সারায় দেশের দুদিন আগে লাহোরে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া মিডল অর্ডার ব্যাটর রেনশ-কে বিশ্বকাপের দলে রাখলেন অজি নির্বাচকরা।
খাতায় কলমে এবারের অস্ট্রেলিয়া স্কোয়াড কতটা শক্তিশালী
খাতায় কলমে এবারের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার দল বেশ শক্তিশালী। ব্য়াটিংয়ে ট্রাভিস হেড, টিম হেড, অধিনায়ক মার্শ বড় নাম। তুরুপের তাস হতে পারেন ক্যামেরুন গ্রিন, মার্কাস স্টোয়নিসরা। ফর্মে না থাকলেও দেশের জার্সিতে বিশ্বকাপের মঞ্চে ম্যাক্সওয়েল সব সময়ই ভয়ঙ্কর। উপমহাদেশের স্পিন আক্রমণে জাম্পার সঙ্গে কুহেনম্যান বিপজ্জনক হয়ে উঠতে পারেন। তবে স্কোয়াডে রাখা হয়িনি বিবিএল অবিশ্বাস্য পারফম করা স্টিভ স্মিথকে।
গ্রুপে কারা কারা
এবারের টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার প্রথম ম্যাচ ১১ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিরুদ্ধে কলম্বোয়। মিচেল মার্শদের গ্রুপে আছে শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড, ওমান ও জিম্বাবোয়ে।
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এ অস্ট্রেলিয়ার স্কোয়াড
মিচেল মার্শ (অধিনায়ক), ট্রাভিস হেড, টিম ডেভিড, জোস ইংলিস (উইকেটকিপার), ম্যাথু রেনশ, কুপার কোন্নোলি, ক্যামেরুন গ্রিন, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, জেভিয়ার ব্রাটলেট, জোস হ্যাজেলউড, বেন ডোয়ারশুইস, নাথান এলিস, অ্যাডাম জাম্পা, ম্যাথু কুহেনম্যান।
আসন্ন টি-২০ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার সূচি
- আয়ারল্যান্ডের বিরুদ্ধে (১১ ফেব্রুয়ারি)
- জিম্বাবোয়ের বিরুদ্ধে (১৩ ফেব্রুয়ারি)
- শ্রীলঙ্কার বিরুদ্ধে (১৬ ফেব্রুয়ারি)
- ওমানের বিরুদ্ধে (২০ ফেব্রুয়ারি)
- (গ্রুপের চারটি ম্যাচই শ্রীলঙ্কায়)

