PBKS vs MI Live Updates: গ্রুপ পর্যায়ের লড়াইতে মুখোমুখি হয়েছিল তারা (PBKS vs MI 2025)। অবশ্য ত্যারে আগেই দুটি দল দল প্লে-অফে পৌঁছে গেছিল।
PBKS vs MI Live Updates: আইপিএল গ্রুপ পর্যায়ের লড়াইতে সোমবার সন্ধ্যায়, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Punjab Kings vs Mumbai Indians)।
সেই ম্যাচেই ৭ উইকেটে জয় পেল পাঞ্জাব
এদিন টসে জিতে বোলিং নেয় তারা। আর ব্যাট করতে নেমেই কার্যত, মুখ থুবড়ে পড়ে মুম্বই। ওপেনার রায়ান রিকেলটন ফিরে যান মাত্র ২৭ রানে, রোহিত করেন ২৪ এবং তিলক ভার্মার ঝুলিতে মাত্র ১ রান (mumbai indians vs punjab kings)।
বরং, মিডল অর্ডারে কিছুটা লড়াই করেন সূর্যকুমার যাদব। তিনি ৩৯ বলে ৫৭ রানের অসাধারণ ইনিংস উপহার দেন। অন্যদিকে, উইল জ্যাকসের সংগ্রহে ১৭ রান এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়ার ঝুলিতে ২৬ রান। এছাড়া নমন ধীর করেন ২০ রান (pbks vs mi 2025)।
শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮৪ রান তোলে মুম্বই ইন্ডিয়ান্স
পাঞ্জাবের হয়ে ২টি করে উইকেট পান আর্শদীপ সিং, মার্কো জ্যানসেন এবং বিজয়কুমার ভিশাক। এছাড়া ১টি উইকেট পেয়েছেন হরপ্রীত ব্রার (mumbai indians vs punjab kings standings)।
জবাবে ব্যাট করতে নেমে কার্যত, ২২ গজে ঝড় তোলেন প্রিয়াংশ আর্য
তাঁর সংগ্রহে ৩৫ বলে ৬২ রান। যদিও প্রভসিমরণ সিং করেন মাত্র ১৩ রান। কিন্তু গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেন জশ ইংলিস। তিনি ৪২ বলে ৭৩ রানের ইনিংস উপহার দেন।
অন্যদিকে, অধিনায়ক শ্রেয়স আইয়ার করেন ২৬ রান এবং নেহাল ওয়াধেরার ঝুলিতে ২ রান। শেষপর্যন্ত, ১৮.৩ ওভারে মাত্র ৩ উইকেট হারিয়েই ১৮৭ রান তুলে নেয় পাঞ্জাব।
পাঞ্জাব কিংস জয়ী ৭ উইকেটে এবং ম্যাচের সেরা জশ ইংলিস।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
