PBKS vs RCB Live Updates:রবিবার যেন আক্ষরিক অর্থেই সুপার সানডে। যেখানে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব বনাম বেঙ্গালুরু (PBKS vs RCB)।
PBKS vs RCB Live Updates: আইপিএল-এর সুপার সানডে (IPL 2025)। চণ্ডীগড়ের মুল্লানপুরে মহারাজা যাদবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রবিবার দুপুরে, মুখোমুখি হয়েছিল পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Punjab Kings vs Royal Challengers Bengaluru)।
আর সেই ম্যাচেই ৭ উইকেটে জয় ছিনিয়ে নিল আরসিবি (RCB)। এদিন টসে জিতে বোলিং নেন বেঙ্গালুরু অধিনায়ক রজত পাতিদার (IPL 2025 Live Score)। আর প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পাঞ্জাব। ওপেনার প্রিয়াংশ আর্য করেন ২২ রান এবং প্রভসিমরান সিং খেলেন ১৭ বলে ৩৩ রানের গুরুত্বপূর্ণ ইনিংস। তবে অধিনায়ক শ্রেয়স আইয়ার এদিন খুব একটা সুবিধা করতে পারেননি, সংগ্রহে মাত্র ৬ রান।

অন্যদিকে, জস ইংলিশের ঝুলিতে ২৯ রান। শশাঙ্ক সিংও বেশ ভালোই খেলেন, করেন ৩১ রান। শেষদিকে নেমে মার্কো জ্যানসেনের গুরুত্বপূর্ণ ২৫ রানটিও বেশ উল্লেখযোগ্য। শেষপর্যন্ত, নির্ধারিত ২০ ওভারে, ৬ উইকেট হারিয়ে ১৫৭ রান তোলে পাঞ্জাব কিংস (PBKS vs RCB 2025 Live Score)।
অপরদিকে বেঙ্গালুরুর হয়ে ২টি করে উইকেট পেয়েছেন ক্রুনাল পান্ডিয়া এবং সুয়শ শর্মা। এছাড়া ১টি উইকেট পেয়েছেন রোমারিও শেফার্ড (IPL 2025 Points Table)।
জবাবে ব্যাট করতে নেমে প্রাথমিকভাবে কিছুটা থাক্কা খায় বেঙ্গালুরু (PBKS vs RCB 2025 Highlights)। কারণ, ফিল সল্ট প্যাভিলিয়নে ফিরে যান মাত্র ১ রানে। কিন্তু সেই চাপ বেশ বুদ্ধিমত্তার সঙ্গেই সামাল দেন কোহলিরা। এদিন বিরাট আবারও মাথা ঠাণ্ডা রেখে ম্যাচ করে নিয়ে গেলেন। খেললেন ৫৪ বলে ৭৩ রানের অসাধারণ ইনিংস এবং দলকে জিতিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়লেন।
অপরদিকে, ইমপ্যাক্ট সাব হিসেবে নেমে সত্যিই ছাপ রেখে গেলেন দেবদূত পাডিক্কাল এবং উপহার দিলেন ৩৫ বলে ৬১ রানের অনবদ্য ইনিংস।
সেইসঙ্গে, অধিনায়ক রজত পাতিদারের ঝুলিতে ১২ রান। এছাড়া জীতেশ শর্মা অপরাজিত থাকেন ১১ রানে। শেষপর্যন্ত, ১৮.৫ ওভারে ৩ উইকেট হারিয়েই ১৫৯ রান তুলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। জয়ী ৭ উইকেটে। ম্যাচের সেরা বিরাট কোহলি।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

