PBKS vs RCB Probable First XI: বেঙ্গালুরুতে মহারণ। মুখোমুখি হচ্ছে পাঞ্জাব বনাম বেঙ্গালুরু (PBKS vs RCB)। 

PBKS vs RCB Probable First XI: আইপিএল-এর মঞ্চে কার্যত, হাইভোল্টেজ লড়াই। শুক্রবার সন্ধ্যায়, বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (Punjab Kings vs Royal Challengers Bangalore)। 

Scroll to load tweet…

সবথেকে বড় বিষয় হল যে, নিজেদের গত ম্যাচে কলকাতার বিরুদ্ধে অবিশ্বাস্য জয় পেয়েছে পাঞ্জাব। তবে ব্যাটিং বিভাগ নিয়ে কিছুটা চিন্তা থাকছে (IPL 2025 Live Score)। কারণ, সেই ম্যাচে মাত্র ১১১ রানেই শেষ হয়ে গেছিল তাদের ইনিংস। তবে বোলাররা দুরন্ত বোলিং করেন। বিশেষ করে, চাহালের কথা আলাদা করে বলতেই হয়। সেদিন তিনি একাই নেন ৪টি উইকেট। সেইসঙ্গে, মার্কো জ্যানসেনও জ্বলে ওঠেন। তাঁর ঝুলিতে ছিল ৩টি উইকেট (PBKS vs RCB 2025 Dream 11 Prediction)। 

Scroll to load tweet…

তাই এই ম্যাচেও যুযুবেন্দ্র চাহাল এবং মার্কো জ্যানসেনের দিকে তো নজর রাখতেই হবে। এছাড়াও অধিনায়ক শ্রেয়স আইয়ারও বেশ ভালো ফর্মে রয়েছেন। অন্যদিকে, প্রভসিমরান সিং, নেহাল ওয়াধেরা, প্রিয়াংশ আর্য, শশাঙ্ক সিং, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, আর্শদীপ সিং এবং লকি ফার্গুসনের দিকেও এদিনের ম্যাচে চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (PBKS vs RCB 2025 Live Score)। 

ওদিকে আবার বেঙ্গালুরুও নিজেদের শেষ ম্যাচ জিতে মাঠে নামছে শুক্রবার। গত ম্যাচে তারা হারায় শক্তিশালী রাজস্থানকে। এদিনের ম্যাচে তাই বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, অধিনায়ক রজত পাতিদার, লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা, ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার এবং জশ হ্যাজেলউডের দিকেও নজর রাখতেই হচ্ছে (IPL 2025 Points Table)। 

দুই দলের প্রথম একাদশ ঠিক কেমন হতে পারে (PBKS vs RCB 2025 Probable First XI)?

পাঞ্জাব কিংসের সম্ভাব্য প্রথম একাদশঃ প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটকিপার-ব্যাটার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), জস ইংলিশ, নেহাল ওয়াধেরা, গ্লেন ম্যাক্সওয়েল, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, আর্শদীপ সিং, যুযুবেন্দ্র চাহাল

ইমপ্যাক্ট সাবঃ সূর্যবংশ শেডগে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সম্ভাব্য প্রথম একাদশঃ ফিল সল্ট, বিরাট কোহলি, দেবদূত পাডিক্কাল, রজত পাতিদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, টিম ডেভিড, জীতেশ শর্মা (উইকেটকিপার-ব্যাটার), ক্রুনাল পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজেলউড, যশ দয়াল

ইমপ্যাক্ট সাবঃ সুয়শ শর্মা

তবে খবর আসছে, বেঙ্গালুরুতে হালকা বৃষ্টি হচ্ছে। তাই টস হতে কিছুটা দেরি হচ্ছে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।