IPL 2025 Clash between Supporters: খেলা যেন মাঠের ভিতর এবং বাইরে, দুই জায়গাতেই চলছে। সেই সময় মাঠে ২২ গজে মুখোমুখি দিল্লী ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স (Delhi Capitals vs Mumbai Indians)।

IPL 2025 Clash between Supporters: রুদ্ধশ্বাস লড়াই চলছে মাঠের আর ঠিক তারই মাঝে স্টেডিয়ামের বাইরে যেন অন্য লড়াই। ম্যাচ চলাকালীনই মারামারিতে জড়িয়ে পড়লেন এক পুরুষ এবং মহিলা দর্শক। আর সেই ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

Scroll to load tweet…

উল্লেখ্য, দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামে রবিবার, মুখোমুখি হয়েছিল দিল্লী বনাম মুম্বই (Delhi vs Mumbai)। আর সেই ম্যাচটি ১২ রানে জিতে নেয় মুম্বই। কিন্তু সেই ম্যাচে ঘটে যায় একটি অদ্ভুত ঘটনা। স্টেডিয়ামে লেগে যায় মারপিট। আর সেই ভিডিও তারপর সোশ্যাল মিডিয়াতে রীতিমতো ভাইরাল হয়ে যায়।

যেখানে দেখা যাচ্ছে, এক মহিলা অনবরত মেরেই চলেছেন এক পুরুষ দর্শককে। যদিও আশেপাশে তখন আরও অনেক দর্শকই ছিলেন। এরপর আবার সেই ভিড় থেকেও কয়েকজন জড়িয়ে পড়েন হাতাহাতিতে।

স্বাভাবিকভাবেই, স্টেডিয়ামের একটি অংশ জুড়ে তখন কার্যত গোলমেলে পরিস্থিতি তৈরি হয়ে যায়। লোকজন ম্যাচ না দেখে তখন সবাই ব্যস্ত হয়ে পড়েন ঝামেলা সামলানোর কাজে।

অবশেষে স্টেডিয়ামের নিরাপত্তারক্ষীরা ছুটে এসে পরিস্থিতি সামাল দেন। যদিও এই ঝামেলার কারণ ঠিক কী নিয়ে, তা জানা যায়নি। তবে এইরকম ঘটনা প্রথম নয়। এর আগেও স্টেডিয়ামে একাধিক ঝামেলার ঘটনা সামনে এসেছে।

যেমন আসামের বর্শাপাড়া ক্রিকেট স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের ম্যাচেও ঠিক একই ঘটনা ঘটে। শেষপর্যন্ত, সেখানেও পুলিশের হস্তক্ষেপে ঝামেলা থামানো হয়। আবার ঠিক একইরকমের ঘটল দিল্লীর অরুণ জেটলি স্টেডিয়ামেও।

মাঠের মধ্যে রুদ্ধশ্বাস ক্রিকেটের লড়াই ছেড়ে তখন মারামারিতে জড়িয়ে পড়লেন এক পুরুষ এবং মহিলা দর্শক। আর সেই ঘটনার ভিডিও সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে গেল সোশ্যাল মিডিয়াতে।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।