PBKS vs RR Live Updates: রবিবাসরীয় দুপুরে যেন ধুন্ধুমার লড়াই। মুখোমুখি পাঞ্জাব বনাম রাজস্থান (PBKS vs RR 2025)
PBKS vs RR Live Updates: নিঃসন্দেহে বলা চলে, আইপিএল-এর সুপার সানডে। রবিবার প্রথম ম্যাচে, জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে মুখোমুখি হতে চলেছে পাঞ্জাব কিংস বনাম রাজস্থান রয়্যালস (Punjab Kings vs Rajasthan Royals)।
সেই ম্যাচেই টসে জিতে ব্যাটিং নিল পাঞ্জাব কিংস
উল্লেখ্য, নিজেদের শেষ ম্যাচে লখনউয়ের বিরুদ্ধে জয় পেয়েছিল পাঞ্জাব। ফলে, এদিনও যে তারা জয়ের জন্যই ঝাঁপাবে, সেই কথা বলাই বাহুল্য। তাই এদিনের ম্যাচে অবশ্যই অধিনায়ক শ্রেয়স আইয়ার, নেহাল ওয়াধেরা, শশাঙ্ক সিং, মার্কো জ্যানসেন, আজমাতুল্লাহ ওমরজাই, যুযুবেন্দ্র চাহাল এবং আর্শদীপ সিং-এর দিকে নজর রাখতেই হবে (pbks vs rr)।
অন্যদিকে, রাজস্থান আবার নিজেদের শেষ ম্যাচে পরাজিত হয়েছিল। তাই এই ম্যাচ কার্যত, তাদের ফিরে আসার মঞ্চ। অতএব, রবিবারের ম্যাচে বৈভব সূর্যবংশী, যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, রিয়ান পরাগ, ধ্রুভ জুরেল, জোফ্রা আর্চার এবং ওয়ানিন্দু হাসারাঙ্গার দিকে অবশ্যই চোখ থাকবে ক্রিকেটপ্রেমীদের (rcb vs rr)।
দুটি দলের প্রথম একাদশে কারা রয়েছেন (PBKS vs RR 2025 Probable First XI)?
পাঞ্জাব কিংসঃ প্রিয়াংশ আর্য, প্রভসিমরান সিং (উইকেটকিপার), শ্রেয়স আইয়ার (অধিনায়ক), শশাঙ্ক সিং, নেহাল ওয়াধেরা, মিচেল ওয়েন, আজমাতুল্লাহ ওমরজাই, মার্কো জ্যানসেন, জেভিয়ার বার্টলেট, যুযুবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং
ইমপ্যাক্ট সাবঃ বিজয়কুমার ভিশাক, হরপ্রীত ব্রার, সূর্যাংশ শেডগে, মুশির খান, প্রবীণ দুবে
রাজস্থান রয়্যালসঃ যশস্বী জয়সওয়াল, বৈভব সূর্যবংশী, সঞ্জু স্যামসন (অধিনায়ক এবং উইকেটকিপার), রিয়ান পরাগ, ধ্রুভ জুরেল, শিমরন হেটমেয়ার, ওয়ানিন্দু হাসারাঙ্গা, কোয়েনা মাফাকা, তুষার দেশপাণ্ডে, আকাশ মাধওয়াল,ফজলহক ফারুকী
ইমপ্যাক্ট সাবঃ কুমার কার্তিকেয়, শুভম দুবে, অশোক শর্মা, কুণাল সিং রাঠোর, যুধবীর সিং চরক
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

