সংক্ষিপ্ত

বুড়ো আঙুলে চোটের জন্য পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে খেলতে পারেননি শুবমান গিল। তবে অ্যাডিলেডে দ্বিতীয় টেস্ট ম্যাচে তিনি খেলবেন।

পারথে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্ট ম্যাচে সহজ জয় পাওয়ার পর এবার ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচেও জয় পেল ভারতীয় দল। ২ দিনের এই প্রস্তুতি ম্যাচ চোট সারিয়ে দলে ফেরা শুবমান গিল এবং পারথে না খেলা রোহিত শর্মার জন্য গুরুত্বপূর্ণ ছিল। বৃষ্টির জন্য প্রথম দিনের খেলায় বিঘ্ন ঘটে। রবিবার দ্বিতীয় দিন অবশ্য ভালোভাবেই খেলা হয়। ঠিক হয়, দুই দল ৪৬ ওভার করে ব্যাটিং করবে। টসে জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন রোহিত। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশ প্রথমে ব্যাটিং করতে নেমে ৪৩.২ ওভারে অলআউট হয়ে যায়। এরপর ভারতীয় দল ৪৬ ওভার ব্যাটিং করে ৫ উইকেট হারিয়ে ২৫৭ রান করে।

শুবমানের দুর্দান্ত ব্যাটিং

রোহিত ভালো ব্যাটিং করতে না পারলেও, এই ম্যাচে দুর্দান্ত ব্যাটিং করলেন শুবমান। ৪ নম্বরে ব্যাটিং করতে নেমে ১১ বল খেলে ৩ রান করেই আউট হয়ে যান রোহিত। ৩ নম্বরে ব্যাটিং করতে নেমে ৬২ বল খেলে ৫০ রান করে অবসৃত হন শুবমান। তিনি ৭টি বাউন্ডারি মারেন। ওপেনার যশস্বী জয়সোয়াল করেন ৪৫ রান। অপর ওপেনার কে এল রাহুল ২৭ রান করে অবসৃত হন। ৫ নম্বরে ব্যাটিং করতে নেমে নীতীশ কুমার রেড্ডি করেন ৪২ রান। ৪২ রান করে অপরাজিত থাকেন ওয়াশিংটন সুন্দর। রবীন্দ্র জাডেজা করেন ২৭ রান।

হর্ষিত রানার অসাধারণ বোলিং

এই ম্যাচে ভারতের বোলারদের মধ্যে সবচেয়ে ভালো পারফরম্যান্স দেখালেন হর্ষিত রানা। তিনি ৪৪ রান দিয়ে ৪ উইকেট নেন। ৫৮ রান দিয়ে ২ উইকেট নেন আকাশ দীপ। ১ উইকেট করে নেন মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণ, ওয়াশিংটন ও জাডেজা।

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।

আরও পড়ুন-

আইসিসি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন জয় শাহ, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জট কাটবে?

ফের মুখ পুড়ল পাকিস্তানের, ভারতের শর্তেই হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

'নিজেদের উপর বিশ্বাস থাকলে বিশেষ কিছু করা যায়,' দলকে জিতিয়ে বার্তা অধিনায়ক বুমরার